অনুরোধ

তুমি কি আমার গানের সুরের

পূবালী বাতাস হবে,

তুমি কি আমার মনের বনের

বাঁশীটি হইয়া রবে!

রাঙা অধরের রামধনুটিরে,

ছড়াবে কি তুমি মোর মেঘ-নীড়ে,

আমি কি তোমার কবি হব রাণী,

তুমি কি কবিতা হবে;

তুমি কি আমার মনের বনের

বাঁশীটি হইয়া রবে!

তুমি কি আমার মালার ফুলের

ফিরিবে গন্ধ বয়ে,

হাসিবে কি তুমি মোর কপালের

চন্দন ফোঁটা হয়ে!

তুমি কি আমার নীলাকাশ পরে,

ফুটাবে কুসুম সারারাত ভরে,

সাঁঝ-সকালের রাঙা মেঘ ধরে

অঙ্গে জড়ায়ে লবে;

তুমি কি আমার মনের বনের

বাঁশীটি হইয়া রবে!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আসমানী


আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে

বাকি অংশ »

কবর

এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,পুতুলের বিয়ে

বাকি অংশ »

পল্লী জননী

রাত থম থম স্তব্ধ, ঘোর-ঘোর-আন্ধার,নিশ্বাস ফেলি, তাও শোনা যায়, নাই কোথা সাড়া কার।রুগ্ন ছেলের শিয়রে বিসয়া একেলা জাগিছে মাতা,করুণ চাহনি

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top