আর এক আরম্ভের জন্যে

আমি বিষের পাত্র ঠেলে দিয়েছি
তুমি প্রসন্ন হও।

আমি হাসি আর কান্নার পেছনে আমার প্রথম স্বপ্নকে ছুঁয়েছি
তুমি প্রসন্ন হও।

আমি অরণ্যের কাছে গিয়ে ঘাসের ফুলের উপর নত হয়েছি
অবাক হয়ে পুবের দিকে তাকিয়েছি
অবাক হ’য়ে ঝর্ণায় সোনার রং দেখেছি
আমার আশ্চর্য হওয়ার উপহার তুলে ধরেছি
তুমি প্রসন্ন হও।

আমি সূর্যের নিচে স্থির হয়ে দাঁড়িয়েছি
প্রত্যেক রোমকূপ দিয়ে শুষে নিয়েছি রোদের বিন্দু
আর চৈত্র থেকে আষাঢ়ে আমাকে এগিয়ে দিয়েছি
তুমি প্রসন্ন হও।

আমি হাটে হাটে ভেসে এসে থেমেছি
মাটিতে পা গেড়ে দিয়েছি
ফুসফুসে ভ’রে নিয়েছি মহুয়ার আর ধানের বাতাস
আমের বোলের বাতাস
মনের মধ্যে এঁকে রেখেছি অঙ্কুর আর কিছু নয়
তুমি প্রসন্ন হও।

আমি জনতার মধ্যে শিশুর কণ্ঠ শুনতে পেয়েছি
আমি কোলাহলের খরজে আমাকে বেঁধে নিয়েছি
এই তো নিঃশ্বাস নেওয়ার মতো উচ্চারণ করেছি মানুষ
আমি তোমার প্রতিশ্র“তি বিশ্বাস করতে পেরেছি
তুমি প্রসন্ন হও।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মধুবন্তী

আমাকে ছিঁড়ছেকুটিকুটি করে ছিঁড়ে ফেলছে মধুমন্তী,আমি শব্দ করতে পারছি নাআমার সব শব্দ গ্রাস করছে মধুমন্তী,শব্দের যন্ত্রনা এক সুখ থেকে আরেক

বাকি অংশ »

স্বপ্ন দেখায়

আকাশে কোনোই আড়ম্বর নেইতবু এই মুহুর্তটা পেখম তুলে নাচেগুমট ভেঙ্গে ঠান্ডা হাওয়া ছড়ায়।বাহবা তো দিতেই হয়কেন না এই কুহকধুসর পর্দা

বাকি অংশ »

গোপনতা 

নানা গোপনতার মধ্যে আমি বাস করি,আমার পায়ের আঙুলে রেগে নুড়ি বাজলে আমি শুনি ঝর্ণাসে-আওয়াজ কি আর কারো কাছে পৌঁছয়?একটা ঝিঁঝির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top