একুশ তুমি

একুশ তুমি কৃষ্ণচূড়া
রক্ত পলাশ ফুল,
একুশ তুমি মিষ্টি বোনের
রঙিন দুটি দুল।

একুশ তুমি রক্তে লেখা
জাতির ইতিহাস,
একুশ তুমি বাংলাদেশের
শ্যামল সবুজ ঘাস।

একুশ তুমি স্নেহময়ী
বাংলা মায়ের চোখ,
একুশ তুমি মায়ের বুকের
গহীন কালো শোক।

একুশ তুমি বাংলা মায়ের
মুখের মধুর ভাষা,
একুশ তুমি মিষ্টি বোনের
গভীর ভালোবাসা।

একুশ তুমি রক্তে মাখা
বীর শহীদের স্মৃতি,
একুশ তুমি আমার মায়ের
মিহিন গাঢ় প্রীতি।

একুশ তুমি বিজয় সূচি
সুখ স্বপনের বাণ,
একুশ তুমি আমার ভায়ের
রক্তে রাঙা গান।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

একুশে ফেব্রুয়ারি

একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top