কামাল চৌধুরী
১০ জানুয়ারি ১৯৭২
যেদিন তিনি ফিরে আসলেন, সেদিনশীতার্ত আলো হাওয়ার মধ্যে ঋতুবদল হলো স্বদেশেরঝরাপাতায় জেগে উঠল বসন্তশাখায় শাখায় ফুটে উঠল পাতালক্ষ কোটি মানুষের
একাত্তর
আমাদের গ্রামগুলো আকাশের অবারিত মেঘআমাদের বাড়িগুলো পলাশের শিমুলের বাড়িআমরা নদীর বুকে কুপি জ্বেলে, গ্রহ-তারা জ্বেলেজেলে-নৌকা, ভাটিয়ালি, উজানের গান হতে পারি।আমরা
যুদ্ধ
এই একটি গল্প সীমান্ত পেরিয়ে যাচ্ছেতোমারও সীমানা জানা নেইঅস্ত্রের পরেও আমি গম রুটি নিয়ে যুদ্ধ করতে শিখে গেছিকারণ যা ঘটবে,
বিপরীত বর্ষা
মেঘের সঙ্গে কথা হবে ভয়ানকচূড়ান্তরূপ বোঝাপড়া হবে আজমেয়েটিকে যদি কাঁদাতেই হবে তবেবৃষ্টিকে কেন শিখিয়েছে কারুকাজ? আকাশের সাথে আজ হবে একহাতদিগন্তে
রাসেলের নাম
হত্যাকারীর রক্তচক্ষু পাশে তবুও রাসেল বারবার ফিরে আসে কাদাজলে, মাঠে, শিশিরবিন্দু, ঘাসে দেখি তার মুখ রৌদ্রছায়ায় হাসে আজো দেখি, প্রিয়
বত্রিশ নাম্বার সড়কের বাড়ি
এই বাড়িটা জাতির পিতার, এই বাড়িটা সবারএই বাড়িটা মুজিব নামে পলাশ, রক্তজবারএই বাড়িটা অশ্রুলেখা শোকের আগস্ট মাসএই বাড়িটা পিতৃভূমির কান্না,