খারাপ লোক

যাওয়ার আগে কি দিচ্ছিস বল?
-তেরো নদীর ঢেউ
যা আমার বুকের ভিতরে তুই ফেলে যাচ্ছিস।
আর আমি যে সাত সমুদ্র চিৎকার নিয়ে যাচ্ছি?
-যাস না, আমার নদীগুলো মোহনা পাবে।
তারপর জোয়ার এলে? দুকুল ছাপালে?
-যেদিকে চাইবি সেদিকে ভাসব।
ভাসতে ভাসতে যেখানে ঠেকব সেখানেই ঘর,
আমরা দুজন প্রেমের যাযাবর।
আর আমার এই যে হাজার হাজার দোষ?
হাতে পায়ে নখ রাখি না, চোখে ঠোঁটে রঙ মাখি না,
এসব যে তোর পছন্দ?
-সে তো গ্রীষ্ম এলে হাওয়াও আমার পছন্দ,
হাওয়ার কি আর নখ আছে আর ঠোঁট আছে?
তবুও হাওয়া চাই। গরমে বেশ আরাম আরাম হাওয়া!
আরাম চাস? তোর মনে তো পাপ!
-হিংসুটি তুই আমার চোখের আরাম, মনের আরাম
এই ফিরিয়ে নে তোর ঠোঁটের ছাপ, উমম্মমা …।
-ইস্, তুই একটা খারাপ লোক।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

যদি কেউ বলত

এই বর্ষায় হাতে কদম দিয়েযদি কেউ ভালোবাসি বলতকেউ যদি দেখে জ্বলে? তবে তার ইচ্ছে,সে জ্বলত। যদি হাওয়া আসত, উড়িয়ে দিত

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top