
তাহরিনা পারভীন প্রীতি
বর্তমান বসবাস: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
যোগাযোগের তথ্য
টেলিফোন নম্বর:
ইমেইল : [email protected]
সংক্ষিপ্ত তথ্য:
তাহরিনা পারভীন প্রীতির জন্ম এবং বেড়ে ওঠা নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। শৈশব ও কৈশোরে মোহনগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পরবর্তীকালে তিনি ঢাকার সাংস্কৃতিক অঙ্গণে সুপরিচিত হয়ে ওঠেন। বর্তমানে নিউইয়র্কে বসবাস করলেও বাংলাদেশের জীবনবোধ তাকে ঘিরে থাকে সবসময়। ফলে বাংলা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন গভীরভাবে। একজন নিষ্ঠাবান আবৃত্তি শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার আগে তিনি সঙ্গীত ও উপস্থাপনার প্রতি আগ্রহী ছিলেন। সঙ্গীত শিক্ষা এবং অনুষ্ঠান উপস্থাপনার জন্য তিনি নিয়মিত চর্চার মাধ্যমে কণ্ঠকে প্রস্তুত করেছিলেন; পরবর্তীকালে যা কাজে লেগেছে আবৃত্তি চর্চার ক্ষেত্রে। তাহরিনা যখন মোহনগঞ্জ থেকে বাংলাদেশের সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল ঢাকায় যান, তখন বাচিক শিল্পের প্রশিক্ষণ, চর্চা ও পরিবেশনকারী অন্যতম সংগঠন জিয়নকাঠিতে যোগ দেন। সেখানে তিনি নতুন উদ্যমে অনুশীলন ও চর্চার সুযোগ পান। সপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরও তিনি নিউইয়র্কের আবৃত্তি অঙ্গণে নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন। পূর্ণকালীন চাকুরির পাশাপাশি তাহরিনাকে নিউইয়র্কের মঞ্চে নিয়মিত আবৃত্তি পরিবেশন করতে দেখা যায়। আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময় অর্জন করেছেন পুরস্কার ও সম্মাননা।