নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক

নিউইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলা ২০২৪ কে সামনে রেখে প্রকাশিত হয়েছে শুক্লা রায় সম্পাদিত ‘শিশু-কিশোর আবৃত্তির কবিতা” নামে নতুন একটি বই। বইটি প্রকাশ করেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। আগামী ২৪ মে থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চারদিনব্যাপী এবারের বইমেলা অনুষ্ঠিত হবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার প্রাঙ্গণে। মুক্তধারা ফাউন্ডেশন ৩৩ বছর ধরে এই আয়োজন করে আসছে।
শিশু ও কিশোরদের উপযোগী দেড় শতাধিক ছড়া ও কবিতা নিয়ে বইটি সম্পাদনা করেছেন বিশিষ্ট আবৃত্তি ও নাট্যশিল্পী শুক্লা রায়। এতে ভূমিকা লিখেছেন একুশে পদক বিজয়ী খ্যাতিমান আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। বইটির উৎসর্গ পাতায় সম্পাদক লিখেছেন “আমার ভাইয়ের ছেলে দেবার্পণ রায় ঋষি’র মতো যারা আবৃত্তিকে হৃদয়ে ধারণ করে বড় হচ্ছে”।
শুক্লা রায় বলেছেন, “বইটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ৪ বছর থেকে ১৮ বছর বয়সি সব পাঠক একই মলাটে নিজেদের জন্য প্রয়োজনীয় আবৃত্তির কবিতা খুঁজে পাবেন। বিষয়ভিত্তিকভাবে বইটি সাজানো হয়েছে। এতে কবিতার সঙ্গে ছড়াও রেখেছি। সেই সঙ্গে থাকছে মুখে মুখে ছড়িয়ে যাওয়া প্রচলিত ছড়াও”।
তিনি আরও বলেন, “ঢাকা ও কলকাতার পর বাংলা ভাষার সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয় নিউইয়র্কে। এবার আন্তর্জাতিক পরিসরে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিপুল সংখ্যক পাঠক, লেখক ও প্রকাশকদের সমাগম ঘটবে বলে ধারণা করা যাচ্ছে। ফলে এই মেলাকে সামনে রেখেই বইটি প্রকাশিত হয়েছে। মেলা প্রাঙ্গণে বইটি পাওয়া যাবে”।
অনন্যা’র প্রকাশের প্রধান নির্বাহী ও বাংলাদেশের খ্যাতিমান প্রকাশক মনিরুল হক বলেন, “নিউইয়র্ক বইমেলায় লেখক, পাঠক ও প্রকাশকদের অন্যরকম একটি মিলনমেলা হয়। এরপরই কানাডার টরন্টো বইমেলা হয়। ফলে উত্তর আমেরিকায় বসবাসরত পাঠকদের জন্য অনন্যা কয়েকটি নতুন বই প্রকাশ করেছে। তার মধ্যে শিশু কিশোর আবৃত্তির কবিতা বইটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া অনন্যা প্রকাশিত অন্যান্য বইও থাকবে বইমেলায়। আশা করছি পাঠকরা বরবরের মতো ব্যাপক সাড়া দেবেন”।
নিউইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলা-২০২৪ ছাড়াও বইটি পাওয়া যাবে টরন্টো বইমেলাতে। পরের বছর বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা, ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বইয়ের দোকার ও বই বিক্রির প্লাটফর্মেও বইটি পাওয়া যাচ্ছে। ২৩২পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ৪৫০ টাকা। অনলাইনে নিচের দুটি লিংকে ক্লিক করেও বাংলাদেশের পাঠকরা বইটি সংগ্রহ করতে পারেন:
https://www.rokomari.com/book/412665/sishu-kishor-abrittir-kobita