পারভীন সুলতানা

বর্তমান বসবাস: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

যোগাযোগের তথ্য
টেলিফোন নম্বর:
ইমেইল : parvins57@gmail.com

সংক্ষিপ্ত তথ্য:
পারভীন সুলতানা একজন আবৃত্তি শিল্পী ও বাংলার শিক্ষক। বাংলাদেশের রাজশাহী শহরে তার জন্ম ও বেড়ে ওঠা। একটি পরিপূর্ণ সাংস্কৃতিক পরিমণ্ডলে ভেতরেই ছিল তার বসবাস। কেননা ভাইবোন সবাই ছিলেন রাজশাহী বেতারের গানের শিল্পী তবে ছোটবেলা থেকেই পারভীন সুলতানার ঝোঁক ছিল আবৃত্তির প্রতি। রাজশাহী বেতারে স্থানীয় সংবাদ পাঠ করেছেন অনেকদিন। ১৯৯৫ সালে স্থায়ীভাবে আমেরিকায় চলে আসার পর দীর্ঘদিনের বিরতির পর আবার নতুন করে আবৃত্তির চর্চা শুরু করেন। ‘শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট এন্ড কালচারাল মিডিয়া ইন্‌ক নিউইয়র্ক’ থেকে আবৃত্তির উপর ২০১৫ সালে অর্জন করেন গ্রাজুয়েশন ডিগ্রি। তারপর থেকে নিয়মিত ভাবেই কবি শহীদ কাদরীর ‘একটি কবিতা সন্ধ্যা’য় অংশ নিয়েছেন। বিভিন্ন মঞ্চে আবৃত্তি করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। কেবল তাই নয় যুক্ত আছেন বাংলাদেশ সোসাইটি, সাহিত্য একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকাসহ কয়েকটি সংগঠনের সঙ্গে। নিবীড়ভাবে কাজ করেন নিউইয়র্ক বাংলা বইমেলার আয়োজনের কর্মযজ্ঞে। আবৃত্তি শিল্পী হিসেবে বিভিন্ন সময় অর্জন করেছেন নানান সম্মাননা।

শেয়ার করুনঃ

Scroll to Top