পিতার ছায়া

বাবার হাতে বেশ জোর ছিলো
দুপুরবেলা নদী থেকে গোসল করে এসে
বারান্দায় কখনো ভাত খেতে বসে, তরকারীতে
নুন কম হওয়া নিয়ে—আমাদের উদ্দেশ্যে
যখন একটা চ্যালা কাঠ ছুঁড়ে দিতেন

ঐ তুচ্ছ কাঠের টুকরো বাতাসে কেমন
জঙ্গি বিমানের মত উড়তো
আমরা ভয়ে—বাবার কদমে সেজদা দিয়ে
আমাদের ক্ষমা করে দেবার জন্য
ফরিয়াদ জানাতে থাকতাম।

অনেকক্ষণ পর, বাবা যখন আমাদের প্রতি
ফেরাতেন তার সবিনয় সুদৃষ্টি—
আমরা অমনি বুঝে যেতাম জীবনের নিগূঢ় তাৎপর্য
আমাদের উপর পিতার রহমত বর্ষিত হতে থাকতো।

কোনো কোনো দিন বাবার মন ভালো থাকতো না
তখন চ্যালা কাঠের সাথে তিনি নিজেই উড়ে
আসতেন। সেদিন অস্থির আতঙ্কে
কাঁ প তে কাঁ প তে আমরা জ্ঞান হারিয়ে ফেলি।

দীর্ঘ সৌরবছর পর
জ্ঞান ফিরলে বুঝতে পারি—
বাবা এতোক্ষণ আমাদের নয়,
পিটাচ্ছিলেন তার দরিদ্রতাকে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

উত্তরাধিকার

আমাদের বাবারা ছিলেন সাহসী যোদ্ধাতরবারি আর তেজী ঘোড়ার পিঠে চড়েবন মাঠ গ্রামান্তর ঘুরে বেড়াতেনছিলেন ইস্পাতের মত দৃঢ়, ঝড়ের মত বাধাহীনমৃত্যু

বাকি অংশ »

বাবা 

বাবা বললেন,অন্ধকারে একটুখানি দাঁড়িয়ে থাক আমার জন্যমাটির তলার একটা সুড়ঙ্গে নেমে গেলেনখুব আস্তে আস্তেআকাশে প্রান্ত নির্ণয় ভুল করে ছুটে গেল

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top