বাংলাদেশ

বন্ধু আমার এল একদিন

চোখভরা তার ধু ধু হাহাকার

বলল কেবল সহায়তা চাই

বাঁচাতে হবে যে দেশটাকে তার

বেদনা যদি বা না-ও থাকে তবু

জানি আমি, কিছু করতেই হবে

সকলের কাছে মিনতি জানাই আজ আমি তাই

কয়েকটি প্রাণ এসো না বাঁচাই

বাংলাদেশ, বাংলাদেশ

দেখছি সেখানে সকলই ধ্বস্ত

কত শত প্রাণ মরে নিঃশেষ

দেখিনি এমন বেদনা অশেষ

তোমরা সবাই দুহাত বাড়াও আর বুঝে নাও

মানুষগুলোকে সহায়তা দাও

বাংলাদেশ, বাংলাদেশ

দেখিনি কখনো এত দুর্যোগ

দেখছি সেখানে সকলই ধ্বস্ত

দেখিনি কখনো এত দুর্ভোগ

দোহাই তোমরা ফিরিও না মুখ, বলো এই কথা

মানুষগুলোকে দেব সহায়তা

বাংলাদেশ, বাংলাদেশ

মনে হবে সে তো কোন সীমানায়, আমরা কোথায়

কী করে বা একে ছুড়ে দিই ফেলে

এত যে বেদনা রাখি দূরে ঠেলে

দেবে না তোমরা ক্ষুধিতকে রুটি সামান্য দুটি

মানুষগুলোকে সহায়তা দাও। 

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমি থাকতে আসিনি

আমি এখানে থাকতে আসিনি,চলে যেতে এসেছি।আমি ভাণ্ডারী এক- দোকান পসারীযার যেমন মন চায় কিনে নিক-ডালা খুলে ধরেছি দানাপানি, নুন তেল

বাকি অংশ »

আমার এমনধারা শিক্ষক

গতকাল রাতে আমার শিক্ষক আমাকেদারিদ্র্যের সবক দিয়েছেন, বুঝিয়েছেনকীভাবে নিজেকে চাহিদা ও যোগানের বাইরে রাখা যায়। আমি জহরতের খনির ভিতর দাঁড়িয়ে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top