বোতাম

একটি ছেলে রোজ তার শাটের বোতাম হারিয়ে ফিরে আসতো বাড়ি

আর একটি মেয়ে তার সুঁই সুতোয় লাগিয়ে দিতো আরেকটি নতুন বোতাম

ছেলেটি ছিলো খুব রুগ্ন, ঝাউগাছের মতো একা

আর মেয়েটি ছিলো স্বচ্ছ এবং শান্ত, কিন্তু ভীষণ একরোখা

ছেলেটির ছেঁড়া বুকের বোতাম লাগিয়ে

মেয়েটি তার দাঁতে যখন কাটতো সাদা সূতো

ছেলেটির ভিতর কাঁপতে থাকতো পাগল সব ডালপালা

আর মেয়েটি আকাশের মতো মুখ তুলে তখন তাকিয়ে থাকতো ছেলেটির দিকে

ছেলেটি বলতো, ‘ছবি, দেখিস আমার সব হারানো বোতাম একদিন

শিশির হয়ে জমে থাকবে কোন শীতের মাঠে, ঘাসে, কাঁটাগাছে’।

মেয়েটি বলতো, ‘বেণু, তুই ও দেখিস, মরে গেলে

আমিও একদিন ভীষণ নীল আকাশ হয়ে যাব কোন শীতের বিকেলের দিকে’।

সেই থেকে একটি মেয়ের মনে তারা হয়ে জ্বলছে একটি বোতাম

সেই থেকে একটি ছেলের মনে নীল আকাশ হয়ে আছে একটি মেয়ের চোখ।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

জন্মস্মর

স্বপ্নের ভিতরে আমার জন্ম হয়েছিলসেই প্রথম আমি যখন আসিপথের পাশের জিগা-গাছের ডালে তখন চড়চড় করে উঠছিল রোদকচুর পাতার কোষের মধ্যে

বাকি অংশ »

ছোটোগল্প

ছোট্টো ভীষণ ছোট্টো লাগছে সব।কিচ্ছুতে আর আমার গায়েলাগছে না এই তুচ্ছ পোশাকআমার গায়ের হাফহাতা শার্ট,স্বপ্নভুক ছেঁড়া গেঞ্জিএ্যাশকালারের জ্যাকেট,ধূসর পাঞ্জাবি আরগহনবনের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top