মুখোমুখি

আমরা কথা বলতে চাই,
আমরা আমাদের ক্ষুধার কথা বলতে এসেছি;
আমরা কথা বলবো ।

তোমরা সঙ্গিন উঁচিয়ে আছো
তোমরা রাইফেল তাক কোরে রেখেছো
তোমরা অস্ত্রধারী পান্ডা লেলিয়ে দিয়েছো-
মিছিলের পরে ট্রাক চালিয়ে দিয়েও
আমাদের ফেরাতে পারেনি ।
আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলতে এসেছি,
আমরা কথা বলবো ।
লাঠিচার্জ আমাদের ফেরাতে পারেনি
কাঁদানে গ্যাস আমাদের ফেরাতে পারেনি
রাইফেল আমাদের ফেরাতে পারেনি
মেশিনগান আমাদের ফেরাতে পারেনি-
আমরা এসেছি,
আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো ।
কৃষক তোমাদের পক্ষে যাবে না
শ্রমিক তোমাদের পক্ষে যাবে না
ছাত্র তোমাদের পক্ষে যাবে না
সুন্দর তোমাদের পক্ষে যাবে না
স্বপ্ন তোমাদের পক্ষে যাবে না-
তারা সকলেই কষ্টে আছে
তারা সকলেই অনটনে আছে
তারা সকলেই বিক্ষোভের হাত তুলেছে ।
তোমাদের পক্ষে যাবে কুকুর
তোমাদের পক্ষে যাবে সাম্রাজ্যবাদ
তোমাদের পক্ষে যাবে সুবিধাভোগী
তোমাদের পক্ষে যাবে বৃত্তবান নেকড়েরা ।
বৃক্ষ তোমাদের অভিশাপ দিচ্ছে
শস্য তোমাদের অভিশাপ দিচ্ছে
রক্ত তোমাদের অভিশাপ দিচ্ছে
তোমাদের অভিশাপ দিচ্ছে পৃথিবীর সমস্ত শিশুরা ।
লক্ষ মৃত্যু আমাদের ফেরাতে পারেনি,
আমরা এসেছি ।
আমরা আমাদের শিক্ষাহীনতার কথা বলবো
আমরা আমাদের চিকিৎসাহীনতার কথা বলবো
আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো
আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলবো
আমরা আমাদের ক্ষুধা ও মৃত্যুর কথা বলবো ।
আমরা তিতুমীরের বাঁশের কেল্লা থেকে এসেছি
আমরা সিপাহী আন্দোলনের দূর্গ থেকে এসেছি
আমরা তেভাগার কৃষক, নাচোলের যোদ্ধা
আমরা চটকলের শ্রমিক, আমরা সূর্যসেনের ভাই
আমরা একাত্তোরের স্বাধীনতা যুদ্ধ থেকে এসেছি
কাঁধে স্টেন, কোমরে কার্তুজ, হাতে উন্মত্ত গ্রেনেড-
আমরা এসেছি ।।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মে-দিনের কবিতা

প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্যধ্বংসের মুখোমুখি আমরা,চোখে আর স্বপ্নের নেই নীল মদ্যকাঠফাটা রোদ সেঁকে চামড়া। চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ,গান

বাকি অংশ »

ভরত মণ্ডলের মা

বৃদ্ধা বললেন:‘আমার এক ছেলে গেছে,আরেক ছেলে কে নিয়ে যাকজমি আমি দেব না ওদের |এই যে হাত দু’টো দেখছো বাবা…’ব’লে তাঁর

বাকি অংশ »

কিছু একটা পুড়ছে

কিছু একটা পুড়ছেআড়ালে, বেরেতে, তোষকের তলায়, শ্মশানেকিছু একটা পুড়েছেইআমি ধোঁয়ার গন্ধ পাচ্ছিবিড়ি ধরিয়েছে কেউকেউ উবু হয়ে ফুঁ দিচ্ছে উনুনেকেউ চিতায়

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top