জসীম উদ্দীন
এক দুই তিন
এক দুই তিনতাক ধিনা ধিন ধিনচার পাঁচ ছয়নাই কোন ভয়সাত আট নয়হবে হবেই বিজয়আট নয় দশছড়াবে নাম যশ।
আম পাতা জোড়া জোড়া
আম পাতা জোড়া জোড়ামারব চাবুক চড়ব ঘোড়াওর বুবু সরে দাঁড়াআসছে আমার পাগলা ঘোড়া ।পাগলা ঘোড়া ক্ষেপেছেচাবুক ছুঁড়ে মেরেছে ।
নোটন নোটন পায়রাগুলি
নোটন নোটন পায়রাগুলিঝোটন বেঁধেছেওপারেতে ছেলেমেয়েনাইতে নেমেছে।দুই ধারে দুই রুই কাতলাভেসে উঠেছেকে দেখেছে কে দেখেছেদাদা দেখেছেদাদার হাতে কলম ছিলছুঁড়ে মেরেছেউঃ বড্ড
ভোঁদড়ের বিয়ে
দোল দোল দোলকিসের এত গোল ?ভোঁদড় আসছে বিয়ে করেসঙ্গে হাজার ঢোল।থামলো ঢোলের রবনিরব হল সব।
আমরা দুটি ভাই
আমরা দুটি ভাইশিবের গাজন গাইএকটি দুইটি পয়সা পেলেবাড়ী ফিরে যাইঠাকমা গেছেন গয়া কাশীদুগডুগি বাজাইএকটি দুইটি পয়সা পেলেবাড়ী ফিরে যাই।
আইকম বাইকম তাড়াতাড়ি
আইকম বাইকম তাড়াতাড়িযদু মাস্টার শ্বশুরবাড়িরেল কাম ঝমাঝমপা পিছলে আলুর দম
খোকা ঘুমালো পাড়া জুড়ালো
খোকা ঘুমালো পাড়া জুড়ালোবর্গী এলো দেশে।বুলবুলিতে ধান খেয়েছেখাজনা দেবো কিসে?ধান ফুরুল, পান ফুরুলখাজনার উপায় কী?আর কটা দিন সবুর কররসুন বুনেছি।
খােকা গেছে মাছ ধরতে
খােকা গেছে মাছ ধরতেক্ষীর নদীর কূলে,ছিপ নিয়ে গেল কলা ব্যাঙেমাছ নিয়ে গেল চিলে।
খোকা যাবে শ্বশুর বাড়ি
খোকা যাবে শ্বশুর বাড়িসঙ্গে যাবে কে?ঘরে আছে হুলো বেড়ালকোমর বেঁধেছে।
খোকন খোকন করে মায়
খোকন খোকন করে মায়খোকন গেছে কাদের নায়?সাতটা কাকে দাঁড় বায়খোকন রে তুই ঘরে আয়।