সাহেব ও মোসাহেব

সাহেব কহেন, চমৎকার! সে চমৎকার!
মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত কার?

সাহেব কহেন, কী চমৎকার,
বলতেই দাও, আহা হা!
মোসাহেব বলে, হুজুরের কথা শুনেই বুঝেছি,
বাহাহা বাহাহা বাহাহা!

সাহেব কহেন, কথাটা কি জান? সেদিন –
মোসাহেব বলে, জানি না আবার?
ঐ যে, কি বলে, যেদিন –

সাহেব কহেন, সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।
মোসাহেব বলে, আহা হা, শুনেছ?
কিবা অপরুপ গল্প!

সাহেব কহেন, আরে ম’লো! আগে
বলতেই দাও গোড়াটা!
মোসাহেব বলে, আহা-হা গোড়াটা! হুজুরের গোড়া!
এই, চুপ, চুপ ছোঁড়াটা!

সাহেব কহেন, কি বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে!
মোসাহেব বলে, হুজুরের মাথা! গুলাতেই হবে।
দিব কি হস্ত বুলায়ে?

সাহেব কহেন, শোনো না! সেদিন
সূর্য্য উঠেছে সকালে!
মোসাহেব বলে, সকালে সূর্য্য? আমরা কিন্তু
দেখি না কাঁদিলে কোঁকালে!

সাহেব কহেন, ভাবিলাম, যাই,
আসি খানিকটা বেড়ায়ে,
মোসাহেব বলে, অমন সকাল! যাবে কোথা বাবা,
হুজুরের চোখ এড়ায়ে!

সাহেব কহেন, হ’ল না বেড়ানো,
ঘরেই রহিনু বসিয়া!
মোসাহেব বলে, আগেই বলেছি! হুজুর কি চাষা,
বেড়াবেন হাল চষিয়া?

সাহেব কহেন, বসিয়া বসিয়া
পড়েছি কখন ঝিমায়ে!
মোসাহেব বলে, এই চুপ সব! হুজুর ঝিমান!
পাখা কর, ডাক নিমাইএ

সাহেব কহেন, ঝিমাইনি, কই
এই ত জেগেই রয়েছি!
মোসাহেব বলে, হুজুর জেগেই রয়েছেন, তা
আগেই সবারে কয়েছি!

সাহেব কহেন, জাগিয়া দেখিনু, জুটিয়াছে যত
হনুমান আর অপদেব!
হুজুরের চোখ, যাবে কোথা বাবা?
প্রণামিয়া কয় মোসাহেব।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বাংলাদেশ

নমঃ নমঃ নমঃ বাঙলা দেশ মমচির-মনোরম চির-মধুর।বুকে নিরবধি বহে শত নদীচরণে জলধির বাজে নূপুর॥ শিয়রে গিরি-রাজ হিমালয় প্রহরীআশিস্-মেঘবারি সদা তাঁর

বাকি অংশ »

প্রবর্তকের ঘুর-চাকায়

যায় মহাকাল মূর্ছা যায়প্রবর্তকের ঘুর-চাকায় ।যায় অতীতকৃষ্ণ-কায়যায় অতীতরক্ত-পায়-যায় মহাকাল মূর্ছা যায়প্রবর্তকের ঘুর-চাকায়!প্রবর্তকের ঘুর-চাকায়! যায় প্রবীণচৈতি-বায়,আয় নবীনশক্তি আয়।যায় অতীতযায় পতিত, ‘আয়

বাকি অংশ »

ঈদ মোবারক

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,বরষের পরে আসিলে ঈদ!ভুখারীর দ্বারে সওগাত ব’ইয়ে রিজওয়ানের,কন্টক-বনে আশ্বাস এনে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top