সীমালঙ্ঘন

আদর-প্রসঙ্গে আমি ইচ্ছে করে সীমারেখা লঙ্ঘন করেছি
যাতে তুমি ক্রোধান্বিত রক্তজবা হয়ে যেতে পারো
হঠাৎ নীরব হয়ে যাতে দূরে সরে যেতে পারো।

ইচ্ছে করে সীমারেখা লঙ্ঘন করেছি আমি,
যাতে আমার সংযম-শক্তি বিষয়ে তোমার ধারণাটা
হাত ফসকে পড়ে যাওয়া কাচের পুতুল হতে পারো,
যাতে আমাকেও তুমি অন্যদের মতো বাতিল ভূগোলে
চির নির্বাসন দিয়ে দিতে পারো।

ইচ্ছে করে ভাঙিয়েছি তোমার নরম ধারণাটা,
যে রকম ভেঙে যায় মধ্যরাতে কবিদের ঘুম,
যে-রকম ভেঙে যায় দেড়দিনে মেঘের সংসার।

মন ভরে তাকানোর ব্যর্থতার ভারে বলেছি অমন কথা
যদিও তা বিপদজনক তবু সত্য ছিল।

সীমা-লঙ্ঘনের দায়ে সরে যাওয়া খুব দরকার,
কেননা ঘুমোতে চাই আমি তুমিও
ঘুমোতে যাও সংযমের নরম বালিশে,
নরম জ্যামিতি হয়ে পড়ে থাকো-যে-রকম পাথর ঘুমায়।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

সীমারেখা

পোশাকেও ঢেকে থাকে রাত্রীর নিবিড় কালো ঢেউ,তারই মধ্যে ভেসে থাকে অনুজ্জ্বল নক্ষত্রের তিল।অতখানি দূর থেকে গেঁথে যায় চোখের মণিতে।সেইখান থেকে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top