হ্যাপ্পি হ্যাপ্পি নিউ ইয়ার!

মিহিন গলায় ঘুম পাড়ানি
পুরান ঢাকার টুম্পারাণী
বান্ধবীরে কইলো–
ছই লো
আঁতকা পুরা পিরথিবীতে
হালকা পাতলা কুছুম ছীতে
ডিছেম্বরের ফিনিছিং-এ কিছের হাওয়া বইলো?
আতছবাজি নিছেধ আইনে
কিন্তু মাগার পোলাপাইনে
ফুটুছ ফাটুছ বোম ফুটাইয়া কোন ছে গানা গাইলো?
কেয়া বোলেগা আব্বে ইয়ার
হ্যাপ্পি হ্যাপ্পি নিউ ইয়ার
টাইম-ইস্‌কয়ার থিকা রঙ্গিন পেত্নি-ভূতে আইলো!
ভিনদেছি গান গাইতে গাইতে
পাগলা পানি খাইতে খাইতে
নাচতে নাচতে ছব পোলাপান ক্যান দিওয়ানা হইলো?
ছই লো–
এইটা কিছু হইলো!
বান্ধবী কয়–টুম্পারাণী
জানোছ না তুই? আমি জানি,
নতুন বছর আইতে আছে
তাই তো হ্যারা গাইতে আছে
গানা।
ইক জেরাছা নাচন জায়েজ, করবো না কেউ মানা।
টুম্পারাণী কইলো–মাগার
ডাইলে ফির ছে দিয়া বাগাড়
চ্যালেঞ্জ দিয়া কইতে পারি, কোই হোয়েগা রাজি?
টেকছই না নিউ ইয়ার লাগতে পারি বাজি।
আমার লগে লাগবো বাজি ম্যারাডোনা মেছি?
টিকবো না এই নয়া বছর এক বছরের বেছি!!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিদে

আবদুল হাইকরে খাই খাইএক্ষুনি খেয়ে বলেকিছু খাই নাই।লাউ খায় শিম খায়খেয়ে মাথা চুলকায়ধুলো খায়মুলো খায়মুড়ি সবগুলো খায়লতা খায় পাতা খায়বাছে

বাকি অংশ »

ফেব্রুয়ারির গান

দোয়েল কোয়েল ময়না কোকিলসবার আছে গানপাখির গানে পাখির সুরেমুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর ঊর্মিমালারমন ভোলানো সুরনদী হচ্ছে স্রোতস্বিনীসাগর সমুদ্দুর। ছড়ায়

বাকি অংশ »

ঈদ মোবারক

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,বরষের পরে আসিলে ঈদ!ভুখারীর দ্বারে সওগাত ব’ইয়ে রিজওয়ানের,কন্টক-বনে আশ্বাস এনে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top