অঙ্ক-শঙ্কা 

ব’সে ব’সে অঙ্ক ক’ষে পারি নে আর ভাই,
কিছুতে আর অ্যানসারটা মিলছে না যে ছাই।
যোগ ক’রে মিলল না যখন,
বিয়োগ ক’রে দেখনু তখন,
একে একে গুণ ভাগও ত ক’রতে ছাড়ি নাই,
কিছুতে যে মিলছে না, তার উপায় কোথা পাই !

অঙ্ক নিয়েই খেটে-খেটে
সারা সকাল গেল কেটে,
ইংরাজিটা কখন করি,
গ্রামারই বা কখন পড়ি,
কখন করি হাইজীন আর জিওগ্রাফিটাই !

মরুকগে’ আর সবকে পারি,
অঙ্ক নিয়েই মারামারি,
মাস্টারটা বড় খেঁকি,
আমার ব্যথা বুঝবে সে কি !
ছাত্রের কষ্ট দুঃখু ভেবে,
নিজে কি তাই বুঝিয়ে দেবে ?
জানে কেবল কানে ধ’রে দাঁড় করানোটাই !

একটি ঐ মাস্টারের জ্বালায়,
কোনও ছেলে স্বস্তি না পায়,
ও-ও এসেছে ইস্কুলে, নে’ অখণ্ড পেরমাই !
তাই মনেতে করেছি ঠিক,
জানলি বীরু, জানলি ফটিক,
জ্বালিয়ে দিয়ে এরিথমেটিক, পালিয়ে কোথাও যাই।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

ইচ্ছা

মনারে মনা কোথায় যাস?বিলের ধারে কাটব ঘাস। ঘাস কি হবে?বেচব কাল,চিকন সুতোর কিনব জাল। জাল কি হবে?নদীর বাঁকেমাছ ধরব ঝাঁকে

বাকি অংশ »

খিদে

আবদুল হাইকরে খাই খাইএক্ষুনি খেয়ে বলেকিছু খাই নাই।লাউ খায় শিম খায়খেয়ে মাথা চুলকায়ধুলো খায়মুলো খায়মুড়ি সবগুলো খায়লতা খায় পাতা খায়বাছে

বাকি অংশ »

ছবি আঁকিয়ে

আমার রঙের বাক্স থেকেঢালবো এমন নীল,আকাশ পাতাল খুঁজলে তবুপাবে না তার মিল।আমার তুলির ছোঁয়ায় শাদাপাতায় পড়বে দাগ।হরিণ যাকে ভয় পাবে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top