অপমানের জন্য ফিরে আসি

অপমানের জন্য বার বার ডাকেন

ফিরে আসি

আমার অপমানের প্রয়োজন আছে!

ডাকেন মুঠোয় মরীচিকা রেখে

মুখে বলেন বন্ধুতার_বিভূতি__

আমার মরীচিকার প্রয়োজন আছে।

অপমানের জন্য বার বার ডাকেন

ফিরে আসি

উচ্চৈঃশ্রবা বিদূষক-সভায়

শাড়ি স্বভাবতই ফুরিয়ে আসে

আমার যে

কার্পাসের সাপ্লাই মেলে না।

অপমানের জন্য বার বার ডাকেন

ফিরে আসি

ঝাঁপ খুলে লেলিয়ে দেন কলঙ্কের অজস্র কুক্কুর-  

আমার কলঙ্কের প্রয়োজন আছে!

যুদ্ধরীতি পাল্টানোর কোনও প্রয়োজন নেই

তাই করমর্দনের জন্য

হাত বাড়াবেন না।

আমার করতলে কোনও অলিভচিক্কন কোমলতা নেই

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

ঈশ্বরকে ইভ

আমিই প্রথম জেনেছিলাম উত্থান যা তারই ওপিঠ অধঃপতন! আলোও যেমন কালোও তেমন তোমার সৃজন জেনেছিলাম আমিই প্রথম। তোমায় মানা বা

বাকি অংশ »

আমি সেই মেয়েটি 

আমি সেই মেয়েটিসেই মেয়ে যার জন্মের সময় কোন শাঁখ বাজেনি।জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দীযার লগ্ন রাশি রাহু কেতুর দিশা

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top