কেউ বলে এই পৃথিবী ধ্বংস হবে আগুনে
কেউ বলে বরফে
আমার কিছু আকাঙ্ক্ষা আছে বলায়
আমি তারই সাথে যে-আগুনের পক্ষে
কিন্তু আমার মনে হয় আমি হারাবো দুবার
আমার মনে আমি জানি কথামালা ঘৃণার
বরফ বিধ্বংসের জন্য ঘৃণাই যথেষ্ট মানবতার
কোনো স্বর্ণই থাকবে না
প্রকৃতির প্রথম সবুজ হলো স্বর্ণ
তার আপ্রাণ চেষ্টা ধরে রাখা তার বর্ণ
তার প্রথম পাতার ফুলটা সে ধরে রাখে এক ঘণ্টা
তারপর লতিয়ে পড়ে পাতায় পাতায়
তা লেখা থাকে আদিম দুঃখের খাতায়
প্রভাত তিরোহিত হয় অজান্তে
কোনো স্বর্ণ থাকে না এ-প্রান্তে।