আজ একটা দুরন্ত কিছু হোক
বৃষ্টি হোক, ঝড় তছনছ করে দিক
অথবা সুখের মতো সে চোখে চোখ রাখুক।
আজ একটা ভাঙচুর কিছু হোক
জাহাজ ভাঙুক, জল ডুবিয়ে নিক
অথবা নাবিকের মতো এসে সে হাত ধরুক।
আজ বুকের ভেতরে একটা লণ্ডভণ্ড কিছু হোক
গা কাঁপুক, দম বন্ধ হয়ে যাক
অথবা ফিঙের মতো শিস দিয়ে সে বলুক
ভালোবাসবি?