আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
“মানুষ হইতে হবে” — এই তার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান,
নাই কি শরীরে তব রক্ত ,মাংস, প্রাণ ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ?
সে ছেলে কে চায় বল, কথায়-কথায়
আসে যার চোখে জল ,মাথা ঘুরে যায়
সদা প্রাণে হাসি মুখে কর এই পণ —
মানুষ হইতে হবে মানুষ যখন ।
কৃষকের শিশু কিংবা রাজার কুমার
সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার,
হাতে প্রাণে খাট সবে, শক্তি কর দান
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।