আমরা কেউ কেউ ডাস্টবিন

ডাস্টবিনেরা কষ্ট জমা করে রাখে,
অদ্ভুত সব কষ্ট। উচ্ছিষ্টের কষ্ট, অবশিষ্টের কষ্ট
অপেক্ষার কষ্ট, উপেক্ষার কষ্ট
রাতের কিংবা ক্ষুধার্তের কষ্ট।
ডাস্টবিন দেখে ঝকঝকে ডাইনিঙরা
সুগন্ধি আতরে নাক চেপে ধরে
অবলীলায় ভুলে যায় নিদাঘ অতীতের গল্প।
আমরা কেউ কেউ সত্যি সত্যিই ডাস্টবিন
বুকের ভেতর অন্যের কষ্টগুলো পুষে বেড়াই অহর্নিশ,
তাদের অদ্ভুত সব পচে যাওয়া সময় আর-
নিঃসঙ্গ রাত্রিগুলো বুকে চেপে অপেক্ষায় থাকি,
কোন এক নক্ষত্রের রাতে, শরীরে সুগন্ধি আতর মেখে
কষ্টের জঞ্জাল ছুড়ে আমরাও চাঁদ দেখব বলে!

কিন্তু আমাদের চাঁদ মেঘে ঢেকে যায়,
সুগন্ধি ভেবে আমরা আসলে অপেক্ষায় থাকি-
অকৃতজ্ঞ ভুল আতরের।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমি একদিন নিখোঁজ হবো

আমি একদিন সন্ধ্যা হবঅন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখনবটের ধারে ধানসিঁড়িদের কান্না হবো।মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠা হারা নায়ের মতনআমিও অমন

বাকি অংশ »

সমর্পণ

আমায় দিও জল,জল ধরতে তোমার অমনশুভ্র করতল।আমায় দিও নদী,বেহিসেবী ভেসে যাওয়ারইচ্ছে নিরবধি।একটা আকাশ দিও,তার বিনিময় এই জনমেরহিসেব সকল নিও।নীল জোছনাও

বাকি অংশ »

বৃষ্টি এলেই 

বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,বৃষ্টি এলেই বদলে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top