আমরা কেউ কেউ ডাস্টবিন

ডাস্টবিনেরা কষ্ট জমা করে রাখে,
অদ্ভুত সব কষ্ট। উচ্ছিষ্টের কষ্ট, অবশিষ্টের কষ্ট
অপেক্ষার কষ্ট, উপেক্ষার কষ্ট
রাতের কিংবা ক্ষুধার্তের কষ্ট।
ডাস্টবিন দেখে ঝকঝকে ডাইনিঙরা
সুগন্ধি আতরে নাক চেপে ধরে
অবলীলায় ভুলে যায় নিদাঘ অতীতের গল্প।
আমরা কেউ কেউ সত্যি সত্যিই ডাস্টবিন
বুকের ভেতর অন্যের কষ্টগুলো পুষে বেড়াই অহর্নিশ,
তাদের অদ্ভুত সব পচে যাওয়া সময় আর-
নিঃসঙ্গ রাত্রিগুলো বুকে চেপে অপেক্ষায় থাকি,
কোন এক নক্ষত্রের রাতে, শরীরে সুগন্ধি আতর মেখে
কষ্টের জঞ্জাল ছুড়ে আমরাও চাঁদ দেখব বলে!

কিন্তু আমাদের চাঁদ মেঘে ঢেকে যায়,
সুগন্ধি ভেবে আমরা আসলে অপেক্ষায় থাকি-
অকৃতজ্ঞ ভুল আতরের।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমি একদিন নিখোঁজ হবো

আমি একদিন সন্ধ্যা হবঅন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখনবটের ধারে ধানসিঁড়িদের কান্না হবো।মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠা হারা নায়ের মতনআমিও অমন

বাকি অংশ »

সমর্পণ

আমায় দিও জল,জল ধরতে তোমার অমনশুভ্র করতল।আমায় দিও নদী,বেহিসেবী ভেসে যাওয়ারইচ্ছে নিরবধি।একটা আকাশ দিও,তার বিনিময় এই জনমেরহিসেব সকল নিও।নীল জোছনাও

বাকি অংশ »

বৃষ্টি এলেই 

বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,বৃষ্টি এলেই বদলে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top