আমরা এসেছি।
আমরা এসেছি ।
আমরা এসেছি ॥
আমরা সময়ের সন্তান
আমরা এসেছি।
আমরা তামাটে জাতি
আমরা এসেছি।
আমরা তিতুমীরের বাঁশের কেল্লা,
প্রীতিলতার চট্টলা।
আমরা এসেছি।
আমরা বায়ান্নের অগ্নি পুরুষ
বাংলা ভাষার প্রাণ,
ঊনসত্তরের আসাদ
স্বাধীনতার বান।
আমরা এসেছি
আমরা সময়ের সন্তান।
স্পন্দিত বুকের অহংকারে
চির উন্নত শিরে
স্বোপার্জিত স্বাধীনতা নিয়ে
আমরা এসেছি।