আমার একটা নামও ছিলো…

এই যে তুমি বই লিখেছো ইতিহাসের,পাঁচশ পাতার।
বই লিখেছো মুক্তিযুদ্ধ স্বাধীনতার,গল্প-গাঁথার।
কোনো পাতায় নেই লেখা নামটা আমার সে বইটাতে,
প্রাণ দিয়েছি পাকিস্তানি খান সেনাদের ঘৃণ্য হাতে।
নেই তো আমার আত্মত্যাগের রক্তদানের উপাখ্যানটা,
কী মমতায় লিখলে তুমি স্বাধীনতার অমর গানটা!
সেই গানেও নেইতো কোথাও একটুখানি আমার কথা!
আর কতোকাল চলবে তোমার এমন নিঠুর নিরবতা!!
একাত্তরের শহিদ আমি অবহেলার পাত্র নইতো!
আমার রক্ত যদি তোমার চেতনাতে একটু বইতো–
আমার দুঃখ বুঝতে তুমি ঘটতো তোমার উপলব্ধি।
পৌঁছে যেতে একেক করে শহিদ তিরিশ লক্ষ অব্দি…
কিন্তু তুমি সেইটা চাওনি কোনোদিনই তোমার লক্ষ্য–
নাম না বলে শুধুই একটা সংখ্যা বলা ‘তিরিশ লক্ষ’!
এই বাংলার ধুলি কণায় আমার রক্ত- ঘামও ছিলো…
আমি কোনো সংখ্যা তো নই আমার একটা নামও ছিলো……!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

নিষিদ্ধ জার্নাল থেকে

ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের ওপর।রেস্তোরাঁ থেকে যে ছেলেটা রোজপ্রাতরাশ সাজিয়ে দিত আমার টেবিলেরাস্তার মোড়ে তাকে দেখলাম শুয়ে আছে রক্তাপুত

বাকি অংশ »

মাতৃভূমি, কী যেন তোমার নাম ছিলো?

পাঠ্যবই থেকে অপমানে ঝরে পড়েগৌরবের পঙক্তিমালা—৭ই মার্চ প্রশ্ন করে ২৬শে মার্চকেতুমি কি শুনতে পাওজনসমুদ্রে জোয়ারের ধ্বনি?বাংলার বধির পাহাড়ওলজ্জায় নত হয়,সাগরের

বাকি অংশ »

খিদে

আবদুল হাইকরে খাই খাইএক্ষুনি খেয়ে বলেকিছু খাই নাই।লাউ খায় শিম খায়খেয়ে মাথা চুলকায়ধুলো খায়মুলো খায়মুড়ি সবগুলো খায়লতা খায় পাতা খায়বাছে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top