গতকাল রাতে আমার শিক্ষক আমাকে
দারিদ্র্যের সবক দিয়েছেন, বুঝিয়েছেন
কীভাবে নিজেকে চাহিদা ও যোগানের বাইরে রাখা যায়।
আমি জহরতের খনির ভিতর দাঁড়িয়ে আছি নগ্ন
চারপাশে লাল সিল্কের আব্রু
আমি ঔজ্জ্বল্যের নিথরে নিজেকে মুহ্যমান করেছি
দেখি সমুদ্র অপার, লক্ষ নিযুত বহমানতার দ্যুতি
আমার অতলান্তে মৃদু বয়।
প্রসন্ন জ্যোতির্ময় মানুষের জমায়েত
আমার আঙুলে আঙুলে আংটির ঝলকে ফোটে।
বড় বড় হাওয়া, ঢলের নির্ঘোষে ছুটে আসে
সবই আমার শিক্ষকের কারবার- এমন গুরুর উন্মেষে।