আমার মন

ওকে নিয়ে আমি আর পারছি না— বেয়াড়া, নিলাজ,
যখনতখন আমাকে অস্থির করে,
উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজি।

ঘুড়ির মেলায় কিংবা সাপের খেলায়, যখন যেখানে দেখে
যাকে-তাকে ভালো লেগে যায়। বীথিদের পাশের বাসায়
কারো গান শোনে, নাকি দেখে?

বারবার ধরে আমি আবার উধাও হয়ে যায়।
কিছুদিন পর পর এ রকম উপদ্রব কতো সওয়া যায়!

এতো করে বোঝালাম, যখন তখন খুশি যেখানে সেখানে যেতে নেই,
দিনকাল ভালো নয়, হররোজ ছাপা হচ্ছে নিখোঁজ সংবাদ,
বীভৎস ঘটনা সব কিলবিল মাথার ভিতর।

দু’দিন যেতে না যেতে আবার উধাও।
ভেবেছি দুপুরে ফিরবে, ভয়ে ভয়ে বিকেলের রোদ
সন্ধ্যার আঁধার।
কোথায় খুঁজবো আমি, কাউকে তো বলাও যায় না!
পাহাড়ি ঝর্ণার ধারে, ধাবমান ট্রেনের জানলায়। শেষমেশ দেখি—
‘হতাশার মোড়’ ফেলে অন্ধকারে ভূত সেজে দাঁড়িয়ে রয়েছে।

শীত আসে, বসন্তও যায়; এ আপদ কেন-যে যায় না!
আর কতো খুঁজবো তাকে, মরুক সে, জাহান্নামে যাক।
ঘরের প্রতিটি বাল্ব্ এখন গভীর ঘুমে, শুধু জ্বলে নিকোটিন বিষ।
‘আমাকেও একটান দিও।’
হঠাৎ চমকে উঠি— কে? কে?
দেখি অন্ধকারে—
বদমাশটা বসে আছে কোণের সোফায় হাঁটু মুড়ে।

শীত আসে, বসন্তও যায়; এ আপদ কেন-যে যায় না!

আর কতো খুঁজবো তাকে, মরুক সে, জাহান্নামে যাক।
ঘরের প্রতিটি বাল্ব এখন গভীর ঘুমে, শুধু জ্বলে নিকোটিন বিষ।
‘আমাকেও একটান দিও।’
হঠাৎ চমকে উঠি— কে? কে?
দেখি অন্ধকারে—
বদমাশটা বসে আছে কোণের সোফায় হাঁটু মুড়ে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top