আমি একদিন নিখোঁজ হবো

আমি একদিন সন্ধ্যা হব
অন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখন
বটের ধারে ধানসিঁড়িদের কান্না হবো।
মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠা হারা নায়ের মতন
আমিও অমন ভেসেই যাবো।
পদ্মপাতায় জলের মতন
শিমুল তুলোর মনের মতন
আমিও সেদিন উবেই যাবো

আমি একদিন পাখি হবো
একলা আকাশ একলা ডানায় চুপটি করে পাড়ি দেব
সঙ্গে নেব গোপন কথা
ছোট্ট বুকের বিশাল ব্যাথা
ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়েদেব।

আমি একদিন কান্না হবো
নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্দুরে বৃষ্টি হবো।
হারিয়ে যাওয়া সেইতো ভালো।
যেমন ছিলাম রোজ থেকেও
তেমন করেই হারিয়ে যাবো।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top