আমি থাকতে আসিনি

আমি এখানে থাকতে আসিনি,
চলে যেতে এসেছি।
আমি ভাণ্ডারী এক- দোকান পসারী
যার যেমন মন চায় কিনে নিক-
ডালা খুলে ধরেছি দানাপানি, নুন তেল বাঁশি।
আমি মোড়লি করতে আসিনি
গৃহীত হতে এসেছি।
একটি হৃদয়ই হতে পারে বঁধুর বরাভয় আবাসভূমি; টোনাটুনির নীড় গড়ে তুলতে আমি এসেছি।
আমি আকন্ঠ প্রেমের দোচুয়ানি টেনে বুঁদ
হয়ে আছি;
যে-জন প্রেমের ভাব জানে
কেবল সেই এ-লীলার মর্ম বুঝিতে পারে!
একের সনে এক যোগ দিলে
গণিত শাস্ত্রে হয় দুই,
একের সনে এক যোগ দিলে
নিগূঢ়তত্ত্বে দুইয়ের বদলে হয় এক!
এক আর একে দুইয়ের হিসাব আমি
বদলে দিতে এসেছি,
আমি হার মানা জেতার অঙ্ক শাস্ত্রে
একের সাথে এক যোগে এক বলতে এসেছি।
সে চলনদার, আমি তার নাইওরী।
আমি তার ফুলবাগানে ময়না পাখির ডাক;
আমি মন্মাতাল- বন্ধুর বাগানে বুলবুলি
সুরের সর্বনাশে মরতে এসেছি;
আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়!
সে-যে আমার ক্বলবে জেওর-
নিঃশব্দের ঘরে রঙের আঁচড়
আমি নাই মুরশিদ- আমি যে নাই হয়ে গ্যাছি;
দেখো; তুমি আমারে খুঁজে বের করো!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমার এমনধারা শিক্ষক

গতকাল রাতে আমার শিক্ষক আমাকেদারিদ্র্যের সবক দিয়েছেন, বুঝিয়েছেনকীভাবে নিজেকে চাহিদা ও যোগানের বাইরে রাখা যায়। আমি জহরতের খনির ভিতর দাঁড়িয়ে

বাকি অংশ »

যদি

যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো তখনযখন সবাই মাথা গরম করে দোষারোপ করছে তোমাকেই, যদি তুমি নিজের ওপরে আস্থা রাখতে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top