আমি থাকতে আসিনি

আমি এখানে থাকতে আসিনি,
চলে যেতে এসেছি।
আমি ভাণ্ডারী এক- দোকান পসারী
যার যেমন মন চায় কিনে নিক-
ডালা খুলে ধরেছি দানাপানি, নুন তেল বাঁশি।
আমি মোড়লি করতে আসিনি
গৃহীত হতে এসেছি।
একটি হৃদয়ই হতে পারে বঁধুর বরাভয় আবাসভূমি; টোনাটুনির নীড় গড়ে তুলতে আমি এসেছি।
আমি আকন্ঠ প্রেমের দোচুয়ানি টেনে বুঁদ
হয়ে আছি;
যে-জন প্রেমের ভাব জানে
কেবল সেই এ-লীলার মর্ম বুঝিতে পারে!
একের সনে এক যোগ দিলে
গণিত শাস্ত্রে হয় দুই,
একের সনে এক যোগ দিলে
নিগূঢ়তত্ত্বে দুইয়ের বদলে হয় এক!
এক আর একে দুইয়ের হিসাব আমি
বদলে দিতে এসেছি,
আমি হার মানা জেতার অঙ্ক শাস্ত্রে
একের সাথে এক যোগে এক বলতে এসেছি।
সে চলনদার, আমি তার নাইওরী।
আমি তার ফুলবাগানে ময়না পাখির ডাক;
আমি মন্মাতাল- বন্ধুর বাগানে বুলবুলি
সুরের সর্বনাশে মরতে এসেছি;
আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়!
সে-যে আমার ক্বলবে জেওর-
নিঃশব্দের ঘরে রঙের আঁচড়
আমি নাই মুরশিদ- আমি যে নাই হয়ে গ্যাছি;
দেখো; তুমি আমারে খুঁজে বের করো!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমার এমনধারা শিক্ষক

গতকাল রাতে আমার শিক্ষক আমাকেদারিদ্র্যের সবক দিয়েছেন, বুঝিয়েছেনকীভাবে নিজেকে চাহিদা ও যোগানের বাইরে রাখা যায়। আমি জহরতের খনির ভিতর দাঁড়িয়ে

বাকি অংশ »

যদি

যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো তখনযখন সবাই মাথা গরম করে দোষারোপ করছে তোমাকেই, যদি তুমি নিজের ওপরে আস্থা রাখতে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top