আর একটু থাকো

তোমাকে এই স্বরব্যঞ্জনে রেখেছি,
তুমি তো মাঠের মেয়ে
খঞ্জনার নাচের মেয়ে,
তুমি ডানা ঝাপটাচ্ছ অনবরত ।
আর কতক্ষনই-বা তুমি থাকবে এখানে
আমার এই কলমের নীচে?

তোমাকে ডাকছে রোদের আকাশ
ঝরন্ত ঘামের মাঠ,
এত ভালোবাসতেও তুমি পারো তাদের !
তবু বলছি তুমি আমার আঙুলের ডগায়
এই লাল বিন্দুতে একটু থাকো
আমাকে একটু শেখাও
কী করে রক্তলিপি লিখতে হয়
তারপর সেই ছাপ মাঠময়,
ভরা রোদের আকাশে
তোমার সঙ্গে জ্বলন্ত নাচের বর্ণমালা
আর আমাদের ওড়া একসঙ্গে ।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মধুবন্তী

আমাকে ছিঁড়ছেকুটিকুটি করে ছিঁড়ে ফেলছে মধুমন্তী,আমি শব্দ করতে পারছি নাআমার সব শব্দ গ্রাস করছে মধুমন্তী,শব্দের যন্ত্রনা এক সুখ থেকে আরেক

বাকি অংশ »

আর এক আরম্ভের জন্যে

আমি বিষের পাত্র ঠেলে দিয়েছিতুমি প্রসন্ন হও। আমি হাসি আর কান্নার পেছনে আমার প্রথম স্বপ্নকে ছুঁয়েছিতুমি প্রসন্ন হও। আমি অরণ্যের

বাকি অংশ »

স্বপ্ন দেখায়

আকাশে কোনোই আড়ম্বর নেইতবু এই মুহুর্তটা পেখম তুলে নাচেগুমট ভেঙ্গে ঠান্ডা হাওয়া ছড়ায়।বাহবা তো দিতেই হয়কেন না এই কুহকধুসর পর্দা

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top