সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?
অলকানন্দা ঝাঁপিয়ে পড়বে
দুরন্ত উৎসবে?
চোখ খুললেই চেতনার রঙে
পান্না সবুজ বনে?
শীত ফিরে গেলে প্রিয় ঋতুরাজ
অনুভবে, অকারণে!
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?
আকাশ আবার দিগন্ত ছুঁয়ে
মাটির গন্ধ নেবে?
সুধা অমলকে নীলাকাশ দেবে
হঠাৎ কিছুনা ভেবে?
কেউ থাকবে তো
রবিঠাকুরকে
প্রণাম পাঠিয়ে দিতে?
পঁচিশে-বাইশে ফের দেখা হবে
নিভৃতের নিভৃতে?
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?
এক কাপ চায়ে তুফান উঠবে?
ঢেউ কি পায়ের পাতায়?
রাধাচূড়া দেবে খুনসুটি হাসি,
ছোট্টবেলার ছাতায়?
দুটো হাত ছোঁবে আঙুলে আঙুলে,
ভিক্টোরিয়ার ঘাসে?
কলেজের পথে চোখাচোখি হবে,
গড়িয়াহাটার বাসে?
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?
পার্লামেন্টে, বিধানসভায়,
কথা কাটাকাটি তর্কে?
নিঝুম স্টেশনে দুটি কবিমন
আপন করবে পরকে?
ভাঙা দেউলের দেবতা কি পাবে
ফুল বাতাসা ও জল?
কথা যে কখন কবিতায় হাসে
ভেবেই পাবেনা তল!
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?
সব ঠিক হলে চিরকুট দেবো,
শূন¨ পলাশ ডালে?
পথের উনুন খিচুড়ি চাপাবে,
পাঁচমিশালির চালে?
একুশে উনিশে বাংলা ভাষায়,
কত কথা কানাকানি,
ঠোঁট থরথর অবাক চিবুকে,
তোর,শুধু তোর বাণী!
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
সব ঠিকঠাক হবে?
পালক ছড়াবে সারা আকাশের
ডানা ও শঙ্খচিলে?
শেষ রাতে মৃদু সানাই বাজবে,
মোহব্বতের মিলে?
নামাজের শেষে হাসিহাসি ফোনে
কবি রেদোয়ান ভাই,
আবার বলবে — কবে আসছেন?
কোনো সমস্যা নাই।
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?
প্রবাসীর বুকে লুটিয়ে থাকবে,
মায়ের আঁচল, হাসি?
কনে দেখা আলো
শুনতে কি পাবে,
কৃষ্ণকালার বাঁশি?
শ্রাবণের চাঁদ মাঝরাতে একা
ভরা ছাতিমের গাছে?
তিনটে শালিক আবার বসবে
রান্নাঘরের কাছে?
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?
সব ঠিক হলে, লুটোপুটি প্রেমে,
এই ভাব! এই আড়ি?
আন্ডিজ আর ইনকার ডাকে
উধাও উড়ানে পাড়ি?
প্যাডেল দাপানো পাগল পাগল
দু-চাকার দুনিয়ায়?
উন্মাদ মনে যা ইচ্ছে তাই,
যেদিকে দুচোখ যায়!
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?
সব ঠিক হলে বেরিয়ে পড়বো,
লালনের গানে গানে,
বাকি জীবনটা–
আর কিচ্ছু না,
কিচ্ছু না আর–
প্রাণের অতলে, প্রাণে!
সব ঠিক হবে?
ঠিক হবে সব?
ঠিকঠাক সব হবে?