আর নয় আপসের ডাক

আগুন, বিদ্রোহ করি, সুতীক্ষ্ণ হাতিয়ারে শত্রুকে ছাটাই,
মরচে-পড়া খোস্তা আর কোদাল কান্তে দুর্গমে শানাই
আসুন, জনতা আজ বাঁধভাঙ্গা রক্তের তুলছে জোয়ার,
ক্রমশ সামনে বন্ধু, এখন সময় নেই পশ্চাতে ফেরার।

শঙ্কাহীন এ জনতা, শোক নয় এ মূহূর্তে, এখন লড়াই,
অগ্নিগিরি হই চলো বাঙলার জনপদে আমরা সবাই,
এখন দূর্বার হোক ঘরে ঘরে বিক্ষোভ আর রক্তাক্ত চেতনা, জনতার বিদ্রোহে সাবধানে কেউ আজ বিভ্রান্তি এনো না।

এ লড়াই কিষাণের, এ লড়াই মজুরের, ক্রান্তিকারী জনতার গড়া, ক্রমাগত এ লড়াইয়ে কিষাণের ভিত ভেঙ্গে হবে অগ্নিক্ষরা,
তাই তো প্রমত্ত ঝড় হু হু করে ছুটে আসে-মুখে মুখে তার
প্রোজ্জ্বল রক্তিম ঝাণ্ডা গ্রামে গ্রামে বিপ্লবে এনেছে জোয়ার।

তাই আজ হে স্বদেশ, হে জনতা, হাতিয়ার ধরো,
শত্রুর শিবিরে আজ জোট বেধে প্রত্যেকেই পদাঘাত করো, ‘শাস্তির ললিতবাণী’ ছুঁড়ে ফ্যালো যন্ত্রণার আস্তাকুঁড়ে আজ, আমরা এখানে চাই দুরন্ত রক্তিম প্রিয় মজুরের রাজ।
রক্তে-ভেজা শার্ট দেখে নাকি কান্না কবিতার চাই না বোধন, নাকের বদলে আর জনতার দাবী নয় শখের নরুন
আসুন বিদ্রোহ করি, আপসের আয়োজন ব্যর্থ হয়ে যাক,
বিধ্বস্ত বাঙলার বুকে সাবধান আর নয় আপোসের ডাক।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

প্রিয়তমাসু

সীমান্তে আজ আমি প্রহরী।অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক’রেআজ এখানে এসে থমকে দাড়িয়েছি-স্বদেশের সীমানায়।দূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী,স্নিগ্ধ ইতালী থেকে ছুটে

বাকি অংশ »

মিছিল

যে যাবে না সে থাকুক, চলো, আমরা এগিয়ে যাই।যে-সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে-মন্ত্র শিখেছি,আজ সেই মন্ত্রের সপক্ষে নেবো দীপ্র

বাকি অংশ »

ফাঁসির মঞ্চ থেকে

ফাঁসির মঞ্চ থেকে আমাদের যাত্রার শুরু।এক একটি জন্মের সমান মেধাবী মৃত্যুএক একটি প্রতিজ্ঞা-পুষ্ট মৃত্যুর সোপানদুর্যোগ-অন্ধকারে তুলে রাখে সূর্যময় হাত—তুমুল তিমিরে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top