আসাদুজ্জামান নূর

বর্তমান বসবাস: ঢাকা, বাংলাদেশ

যোগাযোগের তথ্য
টেলিফোন নম্বর:
ইমেইল :

সংক্ষিপ্ত তথ্য:
আসাদুজ্জামান নূর বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেতা, আবৃত্তিশিল্পী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী ছিলেন। ২০০১ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসন থেকে প্রথমবারেরমতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে তার অভিনয় জীবনের শুরু হয় মঞ্চদল “নাগরিক” নাট্য সম্প্রদায়ের সাথে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। এই দলের দুটি নাটকের নির্দেশনা প্রদান করেছেন, যার মধ্যে ‘দেওয়ান গাজীর কিসসা’ বহুল জনপ্রিয়তা লাভ করে। অসংখ্য টেলিভিশন ও রেডিও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুমুল জনপ্রিয় এই অভিনেতা। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বাকের ভাই’ চরিত্র তাকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়। এ ছাড়া এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়,  আজ রবিবার, নক্ষত্রের রাত ও সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড নাটকে অভিনয় তার উল্লেখযোগ্য কাজ। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে রয়েছে দহন, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, চন্দ্রকথা, দারুচিনি দ্বীপ ইত্যাদি। সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়া পেয়েছেন শহীদ মুনির চৌধুরী পুরস্কার (২০০৬), নরেন বিশ্বাস পদক (২০১0), শহীদ বদরউদ্দিন হোসেন স্মৃতি পুরস্কার (২০১৫), বিশ্ব মঞ্চ দিবস পুরস্কার (২০১৫), বাংলা একাডেমি ফেলোশিপ, বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক (২০২২)। আবৃত্তি শিল্পী হিসেবে তিনি শীর্ষস্থানীয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের দীর্ঘসময়ের সভাপতি আসাদুজ্জামান নূর।

শেয়ার করুনঃ

Scroll to Top