ইচ্ছে করে হই ইচ্ছে-ঘুড়ি

মনের মাঝে মাঝেমাঝেই
তীব্রভাবে ইচ্ছে করে
বনপাখিদের গান শোনাব
প্রবলভাবে ইচ্ছে করে স্বপ্নচরে
হরেক রঙের ঘুড়ি উড়াব
কখনো বা ভাবি আমি মন মাঝি
অকূল পাথারে নাও ভাসাব।
আবার কখনো কখনো ইচ্ছে করে
দূরন্ত ঘোড়া হয়ে মরুভূমি দেব পাড়ি
ইচ্ছে করে হয়ে ইচ্ছে-ঘুড়ি
দ্যুলোক-ভূলোক যাব ছাড়ি,
কখনো কখনো ভাবি পাখি হয়ে
উড়াল দেব আকাশে
সবেগে ছুটব অনন্তের পানে
কখনো কখনো ভাবি
সেসব কখনোই কি হবে
যা আছে মনে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

বিষ্টি

আকাশ জুড়ে মেঘের খেলাবাতাস জুড়ে বিষ্টি,গাছের পাতা কাঁপছে আহাদেখতে কী যে মিষ্টি!কলাপাতায় বিষ্টি বাজেঝুমুর নাচে নর্তকী,বিষ্টি ছাড়া গাছের পাতাএমন করে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top