মনের মাঝে মাঝেমাঝেই
তীব্রভাবে ইচ্ছে করে
বনপাখিদের গান শোনাব
প্রবলভাবে ইচ্ছে করে স্বপ্নচরে
হরেক রঙের ঘুড়ি উড়াব
কখনো বা ভাবি আমি মন মাঝি
অকূল পাথারে নাও ভাসাব।
আবার কখনো কখনো ইচ্ছে করে
দূরন্ত ঘোড়া হয়ে মরুভূমি দেব পাড়ি
ইচ্ছে করে হয়ে ইচ্ছে-ঘুড়ি
দ্যুলোক-ভূলোক যাব ছাড়ি,
কখনো কখনো ভাবি পাখি হয়ে
উড়াল দেব আকাশে
সবেগে ছুটব অনন্তের পানে
কখনো কখনো ভাবি
সেসব কখনোই কি হবে
যা আছে মনে।
এক গাঁয়ে
আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে