ইচ্ছে

এক যে ছিল তেপান্তর
করত কেবল ধু ধু।
চাইলে একা থাকার দুঃখে
একটি নদী শুধু।

একটি নদী ছোট্ট নদী
কুলুকুলু বইবে,
সাধ হলে তার সাথে দুটো
মনের কথা কইবে।

ছিল একটা ছোট্ট নদী
সাধাসাধি করতে,
তেপান্তরে বইতে রাজি
হল একটি শর্তে।

পাহাড় আগে চাই একটা
হবে তারই ঝর্ণা,
নইলে কে যায় তেপান্তরে
দিক না যতই ধরনা !

বললে পাহাড় আসুক নদী
ঝর্ণা হয়ে ঝরতে,
তার বদলে তাজ তুষারের
চাই যে মাথায় ধরতে।

তাই হল। সব পেল সবাই
শাদা মুকুট পাহাড়,
ঝর্ণা থেকে হল নদী
তেপান্তরের বাহার।

যার যা খুশি পেতেও পারে–
শুধু চাওয়ার আগে,
ইচ্ছেগুলোয় এই দুনিয়ার
ছন্দ যেন লাগে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

বিষ্টি

আকাশ জুড়ে মেঘের খেলাবাতাস জুড়ে বিষ্টি,গাছের পাতা কাঁপছে আহাদেখতে কী যে মিষ্টি!কলাপাতায় বিষ্টি বাজেঝুমুর নাচে নর্তকী,বিষ্টি ছাড়া গাছের পাতাএমন করে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top