উইশ ইউ মেরি ক্রিসমাস

লাল টুপি শাদা দাড়ি পেট মোটা সান্টা
বিলি করে চকোলেট। নিজে খায় ফান্টা!
মাঝরাতে জেগে উঠে বিস্মিত শান্তা!
তার ঘরে এসেছেন সেই বুড়ো সান্টা
হাতে তার লাল মোজা সেই মোজা ভর্তি-
উপহার, মোজাটার মুখটা তো বন্ধ
মোজার ভেতরে যতো মজা ও আনন্দ।
কেক কুকি ক্যান্ডিতে জম্পেশ পার্টি
ফটকে দাঁড়িয়ে আছে স্নোম্যান চারটি।
বরফের স্নোম্যান গাজরের নাক রে
পাড়ার দুষ্টু ছেলে ধরে নাক পাকড়ে!
নাচে গানে ভরপুর আহা সে কি ফূর্তি
রোস্টেড টার্কিতে হবে পেট পূর্তি।
লাল সাদা সবুজের দ্যুতি অফুরন্ত
সোনালি রূপালি আভা সবই প্রাণবন্ত।
সান্টাকে চিনে নিতে কেউ ভুল করিনে।
জিঙ্গেল বেল্‌স্‌ বাজে স্লেজ টানে হরিণে।
রেইন ডিয়ারের স্লেজ, স্লেজ টানে ঘোড়া রে
থুত্থুরে বুড়ো বুড়ি নাচে জোড়া জোড়া রে
ডিনারটা জমে ওঠে ক্যান্ডেল লাইটে
ক্রিসমাস নাইটে।
ক্রিসমাস ট্রিতে আহা আলোকের গুচ্ছ
স্বর্ণালি বর্ণালি ময়ূরের পুচ্ছ।
ক্রিসমাস উৎসবে ঝলমলে চারদিক
উইশ মেরি ক্রিসমাস শুভেচ্ছা হার্দিক।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিদে

আবদুল হাইকরে খাই খাইএক্ষুনি খেয়ে বলেকিছু খাই নাই।লাউ খায় শিম খায়খেয়ে মাথা চুলকায়ধুলো খায়মুলো খায়মুড়ি সবগুলো খায়লতা খায় পাতা খায়বাছে

বাকি অংশ »

ফেব্রুয়ারির গান

দোয়েল কোয়েল ময়না কোকিলসবার আছে গানপাখির গানে পাখির সুরেমুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর ঊর্মিমালারমন ভোলানো সুরনদী হচ্ছে স্রোতস্বিনীসাগর সমুদ্দুর। ছড়ায়

বাকি অংশ »

ঈদ মোবারক

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,বরষের পরে আসিলে ঈদ!ভুখারীর দ্বারে সওগাত ব’ইয়ে রিজওয়ানের,কন্টক-বনে আশ্বাস এনে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top