একটি খোলাভীতি

আমি বসে আছি
যেন মনে হয় সর্বদা
হাডসনের তীরে আছি
এবং অনেক দূরের কোনো বিষয়
একটি ছোট খাদি
এবং একটি পায়েচলা পথ ছাড়া
আর কিছু নয়

আমি আমার তাঁবু দেখতে পাই
আমাকে পাই মেঝেতে
পা ভাঁজ করে বসা
এবং দরজায় মৃদু পায়েতে
দূরে ভেসে যাই

তার নাম জো
এলিয়াস জন
এবং সে যা জানে না
এবং বলবে না
সেথায় হেনরি হাডসন যায়
আমি বলব না
খুব বেশি সাহায্য তাকে করতে পারি।

বরফের পিঠায়
যে-চিহ্ন আঁকা
তা কোনো লোকেদের
ভুলক্রমে ঘটা নয়
না,
কোনো আত্মা নয়
বাতাসের ক্ষণিক বিরতির জন্য
আমি এবং আমার দক্ষিণতীরে

জন জো ছাড়া অন্য কেউ
আমার ফরাসি ইন্ডিয়ান ইকুইম্যাক্স

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমি থাকতে আসিনি

আমি এখানে থাকতে আসিনি,চলে যেতে এসেছি।আমি ভাণ্ডারী এক- দোকান পসারীযার যেমন মন চায় কিনে নিক-ডালা খুলে ধরেছি দানাপানি, নুন তেল

বাকি অংশ »

আমার এমনধারা শিক্ষক

গতকাল রাতে আমার শিক্ষক আমাকেদারিদ্র্যের সবক দিয়েছেন, বুঝিয়েছেনকীভাবে নিজেকে চাহিদা ও যোগানের বাইরে রাখা যায়। আমি জহরতের খনির ভিতর দাঁড়িয়ে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top