আমি বসে আছি
যেন মনে হয় সর্বদা
হাডসনের তীরে আছি
এবং অনেক দূরের কোনো বিষয়
একটি ছোট খাদি
এবং একটি পায়েচলা পথ ছাড়া
আর কিছু নয়
আমি আমার তাঁবু দেখতে পাই
আমাকে পাই মেঝেতে
পা ভাঁজ করে বসা
এবং দরজায় মৃদু পায়েতে
দূরে ভেসে যাই
তার নাম জো
এলিয়াস জন
এবং সে যা জানে না
এবং বলবে না
সেথায় হেনরি হাডসন যায়
আমি বলব না
খুব বেশি সাহায্য তাকে করতে পারি।
বরফের পিঠায়
যে-চিহ্ন আঁকা
তা কোনো লোকেদের
ভুলক্রমে ঘটা নয়
না,
কোনো আত্মা নয়
বাতাসের ক্ষণিক বিরতির জন্য
আমি এবং আমার দক্ষিণতীরে
জন জো ছাড়া অন্য কেউ
আমার ফরাসি ইন্ডিয়ান ইকুইম্যাক্স