আমাদের গ্রামগুলো আকাশের অবারিত মেঘ
আমাদের বাড়িগুলো পলাশের শিমুলের বাড়ি
আমরা নদীর বুকে কুপি জ্বেলে, গ্রহ-তারা জ্বেলে
জেলে-নৌকা, ভাটিয়ালি, উজানের গান হতে পারি।
আমরা পথের পাশে হতে পরি লাল লাল ফুল
হতে পারি শস্যকণা, রৌদ্র দিন, আগুন, মশাল
নবান্নে ভাতের গন্ধে ভরে দিতে পারি মেঠো সুর
আমরা দাঁড়াতে পারি বুকে রেখে আজন্ম সকাল।
আমরা হাঁটতে পারি বধ্যভূমি, কবর পেরিয়ে
পিচঢালা রাজপথে হতে পারি শহীদ মিনার
আগুন জ্বালিয়ে দিয়ে পরাগের জখমি ডানায়
আমরা তাড়াতে পারি হন্তারক, দস্যু হানাদার।
আমাদের সব স্মৃতি, হিজলের তমালের মেধা
বুকভর্তি কৃষ্ণচূড়া, আলপথে অভয়ের বাণী
রুদ্র পলাশের দিনে শহীদেরা সব ছায়াতরু
দিগন্তরেখার পাশে চিরকাল বিজয় সরণি।
আমাদের বাড়িগুলো পলাশের শিমুলের ঘর
বুকে বাংলাদেশ লেখা, রক্তে লেখা আছে একাত্তর।
নিষিদ্ধ জার্নাল থেকে
ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের ওপর।রেস্তোরাঁ থেকে যে ছেলেটা রোজপ্রাতরাশ সাজিয়ে দিত আমার টেবিলেরাস্তার মোড়ে তাকে দেখলাম শুয়ে আছে রক্তাপুত