একুশের গান

ওরা আমার মুখের কথা
কাইড়া নিতে চায় ।
ওরা কথায় কথায় শিকল পরায়
আমার হাতে-পায় ।।

কইতো যাহা আমার দাদায়
কইছে তাহা আমার বাবায়
এখন, কও দেখি ভাই মোর মুখে কি
অন্য কথা শোভা পায় ।।

সইমু না আর সইমু না
অন্য কথা কইমু না
যায় যদি ভাই দিমু সাধের জান।।
এই জানের বদল রাখুম রে ভাই
বাব-দাদার জবানের মান ।।

যে শুইনাছে আমার দেশের
গাঁওগেরামের গান
নানান রঙয়ের নানান রসে,
ভইরাছে তার প্রাণ ।
টপ-কীর্তন, ভাসান-জারি,
গাজীর গীত আর কবির সারি
আমার এই, বাংলাদেশের বয়াতিরা
নাইচা নাইচা কেমন গায়।।

তারই তালে তালে হৈ
ঢোল করতাল বাজে ঐ
বাঁশি কাসি খঞ্জনি সানাই।
কও দেখি ভাই এমন শোভা
কোথায় গেলে দেখতে পাই।।

পূবাল বায়ে বাদাম দিয়া
লাগলে ভাটির টান
গায়রে আমার দেশের মাঝি
ভাটিয়ালি গান ।
তার ভাটিয়াল গানের সুরে
মনের দুস্কু যায়রে দূরে
বাজায় বাঁশি সেই না সুরে
রাখাল বনের ছায় ।।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

একুশে ফেব্রুয়ারি

একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের

বাকি অংশ »

এই অক্ষরে

এই অক্ষর যেন নির্ঝরছুটে চলা অবিরামযেন কিছু তারা দিচ্ছে পাহারাআকাশেতে লিখে নাম।অক্ষরগুলি চায় মুখ তুলিঅন্তরে জাগে গান,শিখি তার কাছে অজানাযা

বাকি অংশ »

ফেব্রুয়ারির গান

দোয়েল কোয়েল ময়না কোকিলসবার আছে গানপাখির গানে পাখির সুরেমুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর ঊর্মিমালারমন ভোলানো সুরনদী হচ্ছে স্রোতস্বিনীসাগর সমুদ্দুর। ছড়ায়

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top