একুশ তুমি কৃষ্ণচূড়া
রক্ত পলাশ ফুল,
একুশ তুমি মিষ্টি বোনের
রঙিন দুটি দুল।
একুশ তুমি রক্তে লেখা
জাতির ইতিহাস,
একুশ তুমি বাংলাদেশের
শ্যামল সবুজ ঘাস।
একুশ তুমি স্নেহময়ী
বাংলা মায়ের চোখ,
একুশ তুমি মায়ের বুকের
গহীন কালো শোক।
একুশ তুমি বাংলা মায়ের
মুখের মধুর ভাষা,
একুশ তুমি মিষ্টি বোনের
গভীর ভালোবাসা।
একুশ তুমি রক্তে মাখা
বীর শহীদের স্মৃতি,
একুশ তুমি আমার মায়ের
মিহিন গাঢ় প্রীতি।
একুশ তুমি বিজয় সূচি
সুখ স্বপনের বাণ,
একুশ তুমি আমার ভায়ের
রক্তে রাঙা গান।