আমার নিশ্বাসের নাম স্বাধীনতা।
আমার বিশ্বাসের নখর এখন
ক্রোধের দারুণ রঙে রাঙানো
দুঃস্বপ্নের কোলবন্দি আমার ভালোবাসা
এখন কেবলই
এক অহরহ চিৎকার, হত্যা করো,
হত্যা করো, হত্যা করো।
হীনতম বিভীষিকার কালো দাগে মোড়া
বাংলার গর্জমান বাতাস
এখন আর কিছু বোঝে না।
এখন সকল শব্দের একটিই মাত্র আওয়াজ
অবিনাশী হুংকার।
নিষিদ্ধ জার্নাল থেকে
ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের ওপর।রেস্তোরাঁ থেকে যে ছেলেটা রোজপ্রাতরাশ সাজিয়ে দিত আমার টেবিলেরাস্তার মোড়ে তাকে দেখলাম শুয়ে আছে রক্তাপুত