এবার শ্রাবণে

এবার শ্রাবণে ভাবনার অপচয়
পুরনো সন্ধে ভাঙিয়ে নিয়েছি জলে
কত কারখানা এমনি বন্ধ হয়…
আমার বাড়িতে সুমনের গান চলে।
আকাশ বোঝে না কত ধানে কত চাল।
তফাত জানে না বন্ধুতে বর্গিতে
বর্ষাতি রাখে শহরের হালচাল —
মেঘ ঢুকে আসে ভাঙাচোরা কলোনিতে।
এবার শ্রাবণে ঘুম জমে টিপকলে
ছোট বস্তিতে বালতির পোয়াবারো…
আমার বাড়িতে সুমনের গান চলে —
কখনও সখনও তুমিও আসতে পারো।
দু’দিন বৃষ্টি। রিকশার ভাড়া বেশি।
অথচ বাজারে ইলিশ উঠেছে কম
ইতিহাস বলে বাতাসেরা ভিনদেশি
বুঝবে কি আর মল্লারে ঝমঝম?
খুচরোর খোঁজে দু’পকেট তোলপাড়…
বেকার যুবক দাঁড়িয়েছে সং সেজে
এবার শ্রাবণে চোখকে দিয়েছি ছাড়
এই বৃষ্টিতে চশমাই শুধু ভেজে।
তবুও শহর ভিজতে পারছে কই?
মেঘ থমকেছে দূরের মফসসলে
মনখারাপের চুক্তিতে হোক সই —
আমার বাড়িতে সুমনের গান চলে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top