ওপেনটি বায়োস্কোপ

ওপেনটি বায়োস্কোপ,
নাইন-টেন টেস্কোপ
সুলতানা-বিবিআনা,
সাহেব বাবুর বৈঠক খানা
বৈঠক খানায় গিয়ে,
পান-সুপারি খেয়ে
পানের আগা মরিচ বাটা,
স্প্রিংয়ে ছবি আকা
যার নাম রেণুমালা,
তাকে দিব মুক্তার মালা ।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top