কথোপকথন -৩৪ 

– বল তো কত বয়স হল তার?
– কার?
– যার মাথাভর্তি সবুজ দেবদারু চুল
যার টলমলে পা কেবল ভুল পথের কাঁটার
উপরে
যার সমস্ত কথাই অস্পষ্ট,
সন্ত্রাসবাদীদেরমত সংকেতময়
এবং বিস্ফোরক
যে কেবল হাত ধরে টেনে নিয়ে যায়
এমন বাগানে
যেখানে ফুলের গায়ে হাত ছোঁয়ালেই
অট্টহাসির বিদ্যুৎ
যেখানে লতা গুল্মের
আড়ালে পিছলে পড়ার গোলাপী গহ্বর
আর ফুসলিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার খর
জলস্রোত।
বল তো কত বয়স হল তার?
– তিন বছর।
– তাহলে মনে আছে তিন বছর আগে ঠিক
এইখানে
ঠিক এইরকম পাশুঁটে সন্ধ্যার
সাড়ে পাঁচটায়
এইরকম আরশোলা রঙের ছেঁড়া পর্দার
আড়ালে
তোমার আর আমার যৌথ উল্লাসে জন্ম
হয়েছিল তার
তোমার প্রথম চিঠিতে তুমি যার নাম
দিয়েছিলে, অসহ্য সুখ
আমার প্রথম চিঠিতে আমি যার নাম
দিয়েছিলাম, নবজন্ম।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মাধবীর জন্যে

আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও।ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিক আঁধার।দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই।ওটা নয়, এই

বাকি অংশ »

যে টেলিফোন আসার কথা

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।প্রতীক্ষাতে প্রতীক্ষাতেসূর্য ডোবে রক্তপাতেসব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।একান্তে যার হাসির কথা হাসেনি।যে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top