কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি

বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের আয়োজন করে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম। সম্প্রতি জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও উৎসবের মধ্য দিয়ে নিজেদের সাফল্য উদযাপন করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাকরি প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্ক এর অধ্যাপক ড. গোলাম এম মাতবর। 

সাকসেস ক্যারিয়ার কনসার্ল্টিং ফার্মের প্রতিষ্ঠাতা ও সিইও এম ডি জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন মাহফুজ জামান রুদ্র। আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি ও নাট্যশিল্পী শুক্লা রায়। সঙ্গীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া এবং মো: শামীম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম ডি রহমান মিরন ও শেখ তানভীর আহমেদ।

নিউইয়র্কে ২০১৬ সালে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন এম ডি জামান। নিজে স্টেট পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত আট শতাধিক মানুষকে নিউইয়র্কে সিটি ও স্টেট এবং ফেডারেলে বিভিন্ন পদে চাকরি পেতে সহায়তা দিয়েছেন তিনি।  

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

নিউইয়র্ক বাংলা বইমেলায় শুক্লা রায় সম্পাদিত আবৃত্তি বিষয়ক বই

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক নিউইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলা ২০২৪ কে সামনে রেখে প্রকাশিত হয়েছে শুক্লা রায় সম্পাদিত ‘শিশু-কিশোর আবৃত্তির কবিতা” নামে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top