কুইন্স লাইব্রেরিতে বদরুজ্জামান আলমগীরের সাহিত্য উদযাপন

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক 

অনুষ্ঠানে কথা বলছেন কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীর

‘আমি সবসময় নিজেকে হারিয়ে ফেলি। অনেকটা মেলায় হারিয়া যাওয়ার মতো। এরপর থেকে কেবল বাড়ি ফেরার চেষ্টা করি। ঢাকায়, কিশোরগঞ্জে, নিউইয়র্ক কিংবা ফিলাডেলফিয়ায়। যেখানেই থাকি, আমার মধ্যে কেবল ফেরার তাড়া। আমি বাড়ি ফিরতে চাই।’

নিজেকে হারিয়ে খুঁজে ফেরা শক্তিমান কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীর এভাবেই তার বক্তব্যে উপস্থিত দর্শক শ্রোতার মধ্যে এক ধরণের শিহরণ তৈরি করে। নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে তাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কেবল বিভিন্ন প্রশ্নের উত্তরই দিলেন না; সবার মনজাগরণে রীতিমতো নাড়া দিয়ে গেলেন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে জ্যামাইকার কুইন্স লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানটি ছিল তাকে নিয়ে লেখার সংকলন ‘বদরুজ্জামান আলমগীর বৃক্ষ একটি মনোহর’ গ্রন্থ উদযাপন উপলক্ষ্যে। তবে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিণত হয় তার সাহিত্যকর্ম উদযাপনের অনন্য অনুষ্ঠানে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুইন্স লাইব্রেরির প্রোগ্রামিং অ্যান্ড আউটরিচ সিনিয়র লাইব্রেরিয়ান সেলিনা শারমিন। কথাসাহিত্যিক রাজিয়া নাজমী অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় তিনি লেখকের পরিচিতি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন।

রাজিয়া নাজমী তার সূচনা বক্তব্যে বলেন, ‘বদরুজ্জামান আলমগীর- বৃক্ষ একটি মনোহর’ এই বইটির লেখক বদরুজ্জামান আলমগীর নন। এই বইটি লেখা হয়েছে তাকে নিয়ে। যারা লিখেছেন তাদের মধ্যে আছেন কবি সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব, চলচিত্রকার, সংগীত শিল্পী, সাংবাদিক। আছেন শিক্ষক যারা তার চিন্তা ভাবনার সাথে পরিচিত।

রাজিয়া নাজমী বলেন, এই বইটির মলাটের ভিতরে একজন লেখকের কবিতা, অনুবাদ, প্রবন্ধ, নাটক, নাট্য নির্দেশনা এবং তার রাজনৈতিক দর্শন। অর্থাৎ এর ভিতরে আছে বদরুজ্জামান আলমগীরের চিন্তা ভাবনার কথা।

বদরুজ্জামান আলমগীরের লেখা বই ‘পিছুটানে টলটলায়মান হাওয়াগুলির ভিতর’ এবং ‘নদীও পাশ ফেরে যদিবা হংসী বলো’, ‘দূরত্বের সুফিয়ানা’, ‘মরিয়ম ফুল দুনিয়া’, ‘যে গ্রাম দর্জিকে খলিফা বলে ডাকে’ এবং প্যারাবল গ্রন্থ ‘হৃদপেয়ারার সুবাস’ এর উপর অনুষ্ঠানে আলোচনা করা হয়। কবির ইংরেজি কবিতার বই ‘Dhaka stars on Philly sky’ নিয়েও প্রশংসা করেছেন বক্তারা।

অনুষ্ঠানে বদরুজ্জামান আলমগীরের লেখা থেকে পাঠ করেন আবৃত্তি শিল্পীরা

অনুষ্ঠানে কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীরের লেখা থেকে পাঠ করা হয়। আবৃত্তি ও পাঠ করেন নজরুল কবির, ক্রিস্টিনা রোজারিও, গোপন সাহা, সাবিনা নিরু, আনোয়ারুল লাভলু, ক্লারা রোজারিও, ন্যাশ নাসরিন, রিপা নূর ও এলমা রুদমিলা। 

মোট ১৯টি মঞ্চনাটক লিখেছেন বদরুজ্জামান আলমগীর। তার নাটক নিয়ে কথা বলেন রহমান টিটো। এসময়  বদরুজ্জামান আলমগীরের লেখা ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকটির অংশবিশেষ দেখানো হয় সেখানে।  

এরপর সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদের সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ নেন লেখক বদরুজ্জামান আলমগীর। এতে আরও যোগ দেন ‘বদরুজ্জামান আলমগীর বৃক্ষ একটি মনোহর’ বইটির সম্পাদক লালন নূর। 

কৌশিক আহমেদ তার বক্তব্যে কবির ফটোগ্রাফিক মেমোরির কথা তুলে ধরেন। বদরুজ্জামান আলমগীরের কথা বলার ধরণ ও পাণ্ডিত্যের প্রশংসা করে কৌশিক আহমেদ বলেন, তাঁর অনুধাবন, স্মৃতিতে ধরে রাখা এবং অনুপম বর্ণনা দেয়ার বিষয়টি অসাধারণ। এসময় অনুবাদ কবিতার ক্ষেত্রে বদরুজ্জামান আলমগীর যে অসামান্য দক্ষতা দেখিয়ে চলেছেন, সেকথাও তুলে ধরেন তিনি।  

কবি ও আবৃত্তি শিল্পী লালন নূর তার বক্তব্যে বদরুজ্জামান আলমগীরের উপর একটি বই প্রকাশের উদ্যোগ সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, তাঁর লেখা নাটক মঞ্চস্থ হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলার বড় বড় মঞ্চে। তাঁর লেখা খুঁজে পড়ি। কবিতা, নাটক, প্যারাবল, প্রবন্ধ। পাঠের আগ্রহ থেকেই দেখি তাঁর লেখা নিয়ে লিখেছেন অনেকেই। লেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। লেখাগুলো এক করার একটি প্রত্যয় মাথায় চেপে বসে। 

এ সময় লালন নূর কবির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেন। জানান কীভাবে বইটি প্রকাশের ক্ষেত্রে কবি বদরুজ্জামান আলমগীরকে রাজি করিয়েছিলেন তিনি। তার ভাষায়, মৃত্যুর পর আমরা অনেকের কাজকে উদযাপন করি। কিন্তু বেঁচে থাকতে সেটা করা গেলে, তা হতে পারে সেই মানুষটির প্রতি যথাযথ সম্মান জানানো।

অনুষ্ঠানে বদরুজ্জামান আলমগীর তার লেখা নাটক ও কবিতার উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নিউইয়র্কের শিল্পী, কবি, সাহিত্যিকসহ বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।

সূত্র: একাত্তর টিভি অনলাইন। প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top