গোপন সাহা

বর্তমান বসবাস: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

যোগাযোগের তথ্য
টেলিফোন নম্বর: 
ইমেইল : gopan.saha@yahoo.com

সংক্ষিপ্ত তথ্য:
গোপন সাহা বাংলা ভাষার একজন কৃতি অবৃত্তিশিল্পী। খুব ছোট বেলায় পবিত্র রামায়ন কিংবা ‘লক্ষ্মীর পাঁচালী’ পুঁথি সুর করে পড়তে গিয়েই দাদুর কাছ থেকে আবৃত্তির হাতেখড়ি। যদিও তার ইচ্ছা ছিল গানের শিল্পী হবেন। পাড়ার কাগমারী বিনাপানি পাঠাগারের কাব-স্কাউটের গানের দলের কোরাসে নেতৃত্ব দিতেন। তবে শেষ পর্যন্ত গান নয়, আবৃত্তিকেই বেছে নিয়েছিলেন সেই কৈশোরে। বাংলাদেশের টাঙ্গাইল শহরে কেটেছে তার শৈশব-কৈশোর। সেই বয়সে আবৃত্তি, অভিনয়, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আবহে বেড়ে উঠতে থাকেন তিনি। ১৯৮৪ সালে দেশব্যাপী অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় তিনি আবৃত্তিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর প্রায় দুই দশকের বেশি সময়ের সক্রিয় শিল্পী কর্মী ছিলেন তিনি। বাকশিল্প প্রতিষ্ঠান কণ্ঠশীলনের প্রাক্তনী। বিটিভি’র জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় দলের বিতার্কিক ছিলেন। যৌবনের শুরুতে ঢাকায় প্রায় দুই দশক কাটিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। জীবন ও জীবিকার পাশাপাশি আবৃত্তি চর্চা এবং সাংগাঠনিক কার্যক্রম থেমে থাকেনি তার। গড়ে তুলেছেন উচ্চারণ কালচারাল একাডেমি নামে একটি সংগঠন। “প্রবাসের পঙক্তিমালা” “সব নদী ঘরে ফেরে” তার দুটি প্রকাশিত আবৃত্তির অ্যালবাম। ২০১৮ সালে নিউইর্য়কে অনুষ্ঠিত আবৃত্তি উৎসবের একজন অন্যতম উদ্যোক্তা এবং সদস্যসচিব ছিলেন। আবৃত্তিশিল্পী হিসেবে এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩, ফ্লোরিডা বাংলা টেলিভিশন সম্মাননা ২০২১ অর্জন করেছেন। ইংরেজী সাহিত্যে স্নাতক তিনি। নিয়মিত আবৃত্তি চর্চা, আবৃত্তির নিত্য নীরিক্ষা শিল্পী গোপন সাহাকে এই শিল্প মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি স্থানে নিয়ে গেছে।  

শেয়ার করুনঃ

Scroll to Top