ছড়া

ছড়া ছড়া কলার ছড়া, পাকলে পরে খাও,
খালের পাড়ের হিজল ছড়া গলায় পড়ে নাও।
আম গাছেতে জাম গাছেতে ফলতো নিকি ছড়া,
তাল গাছেতেই এখন নাকি ফলবে তালের বড়া।
হাত বাড়িয়ে মুখে দিলেই লাগবে নাকি মজা,
আখের ক্ষেতে চিনির রসে ফলছে জিভে গজা।
মৌমাছিরা মৌচাকেতে করছে মধু জড়ো,
সেইখানেতেই আছে নাকি রসগোল্লা বড়।
দুধ দুইয়ে গোয়ালারা রাখছে ভরে ঘড়া,
সেইখানেই যাচ্ছে পাওয়া রসঝরা, রসবড়া,
এত মজার খাবার জিভে রস টসটস করে,
খেতে গেলে পয়সা লাগে, দিলাম ছড়ায় ভরে।
চোখে চোখে খেতে পারলে পাবে সবার স্বাদ,
সত্যিকারের চাইলে খেতে বাড়বে অপরাধ,
আরও আছে ঘড়ার মধ্যে পান্তা ভাতে ঘি,
হবুচন্দ্র রাজার দেশে আর খাবেটা কি?

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

ইচ্ছা

মনারে মনা কোথায় যাস?বিলের ধারে কাটব ঘাস। ঘাস কি হবে?বেচব কাল,চিকন সুতোর কিনব জাল। জাল কি হবে?নদীর বাঁকেমাছ ধরব ঝাঁকে

বাকি অংশ »

খিদে

আবদুল হাইকরে খাই খাইএক্ষুনি খেয়ে বলেকিছু খাই নাই।লাউ খায় শিম খায়খেয়ে মাথা চুলকায়ধুলো খায়মুলো খায়মুড়ি সবগুলো খায়লতা খায় পাতা খায়বাছে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top