ছড়া ছড়া কলার ছড়া, পাকলে পরে খাও,
খালের পাড়ের হিজল ছড়া গলায় পড়ে নাও।
আম গাছেতে জাম গাছেতে ফলতো নিকি ছড়া,
তাল গাছেতেই এখন নাকি ফলবে তালের বড়া।
হাত বাড়িয়ে মুখে দিলেই লাগবে নাকি মজা,
আখের ক্ষেতে চিনির রসে ফলছে জিভে গজা।
মৌমাছিরা মৌচাকেতে করছে মধু জড়ো,
সেইখানেতেই আছে নাকি রসগোল্লা বড়।
দুধ দুইয়ে গোয়ালারা রাখছে ভরে ঘড়া,
সেইখানেই যাচ্ছে পাওয়া রসঝরা, রসবড়া,
এত মজার খাবার জিভে রস টসটস করে,
খেতে গেলে পয়সা লাগে, দিলাম ছড়ায় ভরে।
চোখে চোখে খেতে পারলে পাবে সবার স্বাদ,
সত্যিকারের চাইলে খেতে বাড়বে অপরাধ,
আরও আছে ঘড়ার মধ্যে পান্তা ভাতে ঘি,
হবুচন্দ্র রাজার দেশে আর খাবেটা কি?
এক গাঁয়ে
আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে