তামাটে রাখাল

বার বার বাঁশি তো বাজে না, বাঁশি শুধু একবারই বাজে।
তামাটে কিশোর তুই সারারাত বাজালি নিশিথ,
বাজালি ব্যথার হাড়, প্রিয় বুক, হিমেল-খোয়াব।
রজনী পোহায়ে এলো, ঢ’লে পড়ে নিঘুম-শিশির
আলোর করাত কাটে ফালি ফালি তিমিরের তনু
তবু তোর বাঁশি তো বাজে না!

হাড়ের পাঁজর বাজে
বাজে হিয়া, রক্ত-মাংশ, চরাচর, নিখিলের নীড়,
হৃদয়ের স্বপ্ন বাজে-তবু কেন বাঁশিটি বাজে না?

তামাটে রাখাল তুই সারাদিন বাজালি বাতাস
বিরান বিলের বুকে নিঃসঙ্গতা বাজালি রে তোর।

কবে কোন উদাসিন বাউলের একতারাখানি
যেইভাবে বেজেছিলো -যেইভাবে বাজে প্রাণ, বাজে দেহ,
সেই সুর হারালি কোথায় তুই তামাটে রাখাল?
বাঁশি তো বাজে না তোর!

তামাটে রাখাল তোর বাঁশিটি বাজে না কেন?
বাজে তোর নিঃসঙ্গতা, বাজে তনু, ব্যথিত খোয়াব,
গহন সুরের মতো বাজে তোর দিবস রজনী-
তবু কেন বাঁশিটি বাজে না?
একবার বেজেছিলো বাঁশি- বাঁশি শুধু একবারই বাজে?

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মিছিল

যে যাবে না সে থাকুক, চলো, আমরা এগিয়ে যাই।যে-সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে-মন্ত্র শিখেছি,আজ সেই মন্ত্রের সপক্ষে নেবো দীপ্র

বাকি অংশ »

ফাঁসির মঞ্চ থেকে

ফাঁসির মঞ্চ থেকে আমাদের যাত্রার শুরু।এক একটি জন্মের সমান মেধাবী মৃত্যুএক একটি প্রতিজ্ঞা-পুষ্ট মৃত্যুর সোপানদুর্যোগ-অন্ধকারে তুলে রাখে সূর্যময় হাত—তুমুল তিমিরে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top