তোমার সে প্রেম

মৃত্তিকার ভন্ড ভরি উচ্ছুসিত তোমার সে প্রেম
তারে আমি ভরিয়া নিলেম
আমার নয়ন ভরে, আমার হৃদয় ভরে
আর ভরে আমার দু’কর!
কী দুঃসহ সে আনন্দ, সেই প্রেম কী যে তীব্রতর!
হিরন্ময় জ্যোতি তার শর সম লেগে
বিকাশে অন্তর কুঁড়ি, শম্পাসম বেগে
উদ্ভাসিয়া চিত্তে মোর এনে দেয় বিত্ত মণিময়,
তাই তো ঐশ্বর্যময়ী আমি, মোর আনন্দ অক্ষয়।
নিত্য নব নব রূপে আমারে তুষিতে এই ধরা,
প্রশস্তি দানিছে পুষ্পে সুগন্ধি মধুক্ষরা।
দিবসের সূর্যালোক, নিশীথের প্রতি যামে যামে,
প্রহরে প্রহরে তব প্রেমলিপি লয়ে লয়ে নামে।
নিত্য শুনি নব নব বাণী
হৃদয় উদ্বেল হয়- তাই রচি মোর প্রেমে প্রতিলিপিখানি।
সিন্ধু তটিনীতে যার মেঘে মেঘে তপ্ত স্নিগ্ধ সিক্ত সমীরণ
নিত্যকার প্রেমলিপি আনে, নেয় করিয়া বহন।
উতকন্ঠ অন্তর হয় অনুরাগী অনূঢার মতো
তাই তো রচিতে চাই নিত্য নব প্রীতি আর
প্রণয়ের বাণী শত শত।

অন্তর আনন্দ ভরে, হৃদয় মুখর করে,
তাই আমি কুড়ায়ে নিলেম
মর্ত্যের মৃত্তিকা হতে, দিগন্ত বিথার হতে
উচ্ছুসিত, উদ্ভাসিত তোমার সে প্রেম।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

একুশের কবিতা

আশ্চর্য এমন দিন। মৃত্যুতে করে না কেহ শোক,মৃত্যুরে করে না ভয়, শঙ্কাহীন, কিসের আলোকউদ্ভাসিত ক’রে তোলে ক্লান্ত দেহ, মুখ, পদক্ষেপসংকল্পের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top