ধন্য মুজিব ধন্য –
বাংলা মায়ের মুক্তি এলো
এমন ছেলের জন্য –
ভন্ড নেতার পোষাক পরে
দেশ খেয়েছে মীর জাফরে
ওদের মতো হওনি তুমি
ভিন দেশিদের পণ্য ।
হাজার নেতার ভিড়ের মাঝে
কণ্ঠে তোমার বজ্র বাজে
মৃত্যুমুখী বন্দী জাতি
বীরের দলে গণ্য ।
সর্বকালের একটা মুজিব
হয়না তো আর অন্য
ধন্য মুজিব ধন্য ।